শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৫:৪১ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলাভেসের মাঠে অ্যাতলেতিকো মাদ্রিদের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগা শিরোপার ক্ষীণ আশা অন্তত কয়েক ঘণ্টা বাঁচিয়ে রাখল অ্যাতলেতিকো মাদ্রিদ। রবিবার দেপোর্তিভো আলাভেসের মাঠে ১-০ গোলে জিতেছে তারা।

কেভিন গামেইরোর দ্বিতীয়ার্ধের পেনাল্টিতে ম্যাচটি জিতেছে মাদ্রিদের ক্লাব। তবে এই জয় অর্থহীন হয়ে যাবে, যদি বার্সা এদিন পরের ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে অজেয় থাকে। এক পয়েন্ট পেলেই যে চ্যাম্পিয়ন হবে বার্সা।

ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ সামনে রেখে এদিন আন্তোয়ান গ্রিয়েজমান, জ্যান ওবলাক ও সাউল নিগুয়েসকে বিশ্রাম দিয়েছেন দিয়েগো সিমিওনি।

প্রথমার্ধে রক্ষণব্যুহ ভালোভাবে সামাল দিয়েছে অ্যাতলেতিকো। অবশ্য গোলের সুযোগ তারাও তৈরি করতে পারেনি। ৪২ মিনিটে দিয়েগো কস্তা আলাভেসের রক্ষণ ভেদ করে ঢুকলেও তার শট সহজে রুখে দেন গোলরক্ষক আন্তোনিও সিভেরা।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পায় অ্যাতলেতিকো। ৫৯ মিনিটে ভিতোলো গোলমুখে শট নিয়েও ব্যর্থ হন সিভেরার বাধায়। আলাভেসের এই গোলরক্ষক কাঁধের চোটে বদলি হয়ে ৬৩ মিনিটে ফের্নান্দো পাচেকোকে জায়গা করে দেন। বদলি গোলরক্ষকও দারুণভাবে রুখে দেন মাদ্রিদের ক্লাবকে।

৭০ মিনিটে ওয়াকাসো ডিবক্সে ফাউল করেন ভিতোলোকে। পেনাল্টি পেলে শট নেন ফের্নান্দো তোরেস। তার বাঁ পোস্টে নেওয়া শট দুর্দান্ত ডাইভে প্রত্যাখ্যাত করেন পাচেকো। তবে ৭ মিনিট পর আরেকটি পেনাল্টি রুখতে পারেননি আলাভেসের গোলরক্ষক। ডিবক্সে ওয়াকাসোর হাতে বল লাগলে স্পট কিক থেকে একমাত্র গোল করেন গামেইরো।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অ্যানজেল কোরেয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলা শেষ করে অ্যাতলেতিকো। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট তাদের। দুই ম্যাচ কম খেলে ৮ পয়েন্টে এগিয়ে বার্সা (৮৩)। গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়