শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে শতবছরের পরিকল্পনা নিয়ে রাস্তা নির্মাণ

খোকন আহমেদ হীরা, বরিশাল : জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সড়কগুলোকে পুন.নির্মানের মাধ্যমে বর্ধিতকরণ কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের চলাচলের অযোগ্য রাস্তাগুলোকে প্রশস্তকরনের কাজ শেষ করা হয়েছে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু জানান, ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে ইউনিয়নের জংগলপট্টি, বিল্বগ্রাম, হাপানিয়া শরিফাবাদসহ বিভিন্ন গ্রামীণ সড়কগুলোর মাটির রাস্তা পুন.নির্মানের মাধ্যমে প্রশস্ত করা হয়েছে। যাতে ভবিষ্যতে সড়কগুলো পাকাকরণের সময় সরকারের পূনরায় মাটির কাজ কিংবা পাইলিংয়ে অতিরিক্ত অর্থবরাদ্দের প্রয়োজন না পড়ে।
তিনি আরও জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে বিল্বগ্রাম বাজার থেকে বিল্বগ্রাম-ধামুরা খালের জংগলপট্টি পর্যন্ত দুশ বছরের পুরনো মাটির রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।
জনগণকে রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্থাপনা নির্মাণ করার আহবান জানিয়ে তিনি আরও জানান, বর্তমানে শহরের রাস্তা প্রশস্তকরণের সময় স্থাপনাগুলো ভেঙে রাস্তাপ্রশস্তকরণের কাজ শুরু করতে হয়। ফলে সরকার ও জনগণের অনেক সম্পদ নষ্ট হয়। অনেক সময় স্থাপনাগুলো সরাতে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জনগণের দূরত্ব তৈরি হয়। তাই মাহিলাড়া ইউনিয়নে শতবছরের পরিকল্পনা নিয়ে রাস্তাগুলোকে প্রশস্ত করা হচ্ছে। যাতে ভবিষ্যতে রাস্তা বৃদ্ধি করা হলেও জনগণের ক্ষতির সম্মুখিন হতে না হয়।
জনগণকে রাস্তার দুইপাশে রেন্ট্রি, মেহগনি, চাম্পলসহ ক্ষতিকারক গাছ না লাগানোর পরামর্শ প্রদান করে ইউনিয়নবাসীর উদ্দেশ্য তিনি বলেন, সরকারি রাস্তায় ক্ষতিকারক গাছ লাগানো হলে রাস্তার যেমন ক্ষতি হয় তেমনি সরকারি জমির গাছ বিক্রি করতে গেলে স্থানীয় জনগনকে আইনি ঝামেলাও পোহাতে হয়। এক্ষেত্রে ফলজ ও ওষুধি গাছ লাগিয়ে পুষ্টি চাহিদাপূরণ ও ফল বিক্রি করে অধিক লাভবান হওয়া যায়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়