শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:২৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দ্য অর্ডার অব ইখামাঙ্গা’ পুরস্কার পেলেন আমলা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য নিজ দেশের অন্যতম সেরা সম্মাননা ‘দি অর্ডার অব ইখামাঙ্গা’ পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। শনিবার এই পুরস্কার লাভ করেন তিনি। ‘দ্য অর্ডার অব ইখামাঙ্গা’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দিয়ে থাকেন দেশটির অন্যতম সেরা এই রাষ্ট্রীয় সম্মাননা। যেটি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, সাংবাদিকতা, খেলায় বিশেষ অবদান ও অর্জনের জন্য দেওয়া হয়ে থাকে।

৩৫ বছর বয়সী আমলা দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে ও ৪৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। সব মিলে তার নামের পাশে আন্তর্জাতিক রান ১৭৭৯৪। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার অপরাজিত ৩১১ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আমলা দেশটির সাবেক অধিনায়কও।
ন্যাশনাল অর্ডারের চ্যান্সেলর ড ক্যাসিয়াস লুবিসি হাশিম আমলাকে ‘দি অর্ডার অব ইখামাঙ্গা’ সিলভার অ্যাওয়ার্ড প্রদানের খবর জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে অনেক প্রথমের মাধ্যমে তিনি আমাদের গর্বিত করেছেন। এবং এই সময়ে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন।’
যখন এই পুরস্কারে ভূষিত হন আমলা, তখন ডানহাতি ব্যাটসম্যান হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি খেলছিলেন। পুরস্কারের খবর পেয়েই টুইটারে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য এই স্বীকৃতি উৎসর্গ করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন আমলা। ২০০৮ সালে ফাস্ট বোলার শন পোলক এবং মাখায়া এনটিনি এই পুরস্কার পেয়েছিলেন। এছাড়া ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভুত ইংলিশ ব্যাটসম্যান বাসিল ডি’অলিভেইরা এই সম্মানে ভূষিত হয়েছিলেন।
সূত্র : আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়