শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১১:১৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরিয়াকে হারিয়ে বাংলাদেশ তৃতীয়

স্পোর্টস ডেস্ক: যুব অলিম্পিক গেমসের টিকিট না পেলেও দারুণ এক জয় দিয়ে বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ যুব হকি দল। রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের যুবারা ৫-৪ গোলে হারিয়েছে বিশ্ব হকির পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে। এ জয়ে ২০১৪ সালে রানার্সআপ হয়ে যুব অলিম্পিকে খেলা বাংলাদেশ এবার ফিরছে তৃতীয় হয়ে।

কোরিয়ার বিরুদ্ধে দাপুটে খেলে এক পর্যায় ৪-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারী যুবারা। এরপর কোরিয়া পর পর ৩ গোল করে ম্যাচ জমিয়ে দেয়। পরে বাংলাদেশ পঞ্চম গোল করে জয়ের দিকে এগিয়ে যায়। কোরিয়া ম্যাচ শেষ হওয়ার আগে ব্যবধান কমালে ৫-৪ গোলের জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।
অধিনায়ক সোহানুর রহমান সবুজ ২টি এবং মোহাম্মদ মেহেদি, সারোয়ার শাওন ও মোহাম্মদ উদ্দিন একটি করে গোল করেন। দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেছেন জন, লী সাং, চিওন মিন ও চুই ইনঅক।

শনিবার সেমিফাইনালে ৯-২ গোলে ভারতের কাছে হারায় অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিকে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। এদিকে গ্রুপ পর্বে বাংলাদেশ সিঙ্গাপুরকে ১০-৪, চাইনিজ তাইপেকে ১২-২ এবং কম্বোডিয়াকে ২০-০ গোলে পরাজিত করে। মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হারে এবং পাকিস্তানকে ৩-৩ গোলে রুখে দিয়ে তারা উঠেছিল শেষ চারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়