শিরোনাম

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১০:০৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরে ব্রাদারহুডের ৬সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ 

জাহিদ আল রাফি: মিশরের সাবেক রাষ্ট্রপতি মুহাম্মদ মুহাম্মদ মুরসিকে ২০১৩ সালে বহিষ্কারের বিরুদ্ধে সহিংসতা করার দায়ে তার দল ব্রাদারহুডের ৬ সদস্যকে মৃত্যুদন্ড প্রদানের নির্দেশনা দিয়েছে দেশটির উচ্চ আদালত।

স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, এই ৬ সদস্যের বিরুদ্ধে ২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট মুরসির বহিষ্কারের বিরুদ্ধে সহিংসতা করা ও একজন নিরাপত্তা কর্মীকে হত্যা করার অভিযোগ দায়ের করে এই নির্দেশনা দেয়া হয়। নাম না প্রকাশের শর্তে আদালতের একজন মূখপাত্র জানান, মূলত মিশরের মিনইয়া কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তাকে হত্যার কারণে মৃত্যুদ-ের সাজা পেয়েছে এই ৬ জন আসামী। তিনি আরো জানান, মুরসির বহিষ্কারের বিরুদ্ধে সহিংসতা ও বিক্ষোভ করায় ৫৯ জনকে যাবৎজীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়াও এই মামলায় ৪৭ জনকে মুক্তি দেয় আদালত।

প্রসঙ্গত, মুরসি ছিলেন মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। মিশরের বিভিন্ন স্থানে সহিংশতা ছড়িয়ে পড়ায় বহিষ্কার করা হয় তাকে। আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়