শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১০:০৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাদেনকে খুঁজতে সাহায্যকারী ডাক্তার এখন নিরাপদে

জাহিদ আল রাফি: আফগানিস্তানের আল কায়দা বাহিনীর প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে সামরিক বাহিনীকে সহায়তাকারী ডাক্তার শাকিল আফ্রিদিকে নিরাপদ স্থানে নিয়ে গেছে পেশওয়ার সেন্ট্রাল জেলের পুলিশ কর্মকর্তা ও সামরিক বাহিনী।

গণমাধ্যমসূত্রে জানা যায়, আফ্রিদি ২০১১ সারে আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা থেকে শুরু করে তার হত্যা সংঘটন পর্যন্ত সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে লাদেনকে ভূয়া টিকাদান করার অভিযোগ ও রয়েছে। লাদেন হত্যার পর ২০১২ সালে আফ্রিদিকে জঙ্গি বাহিনী আল কায়দার সঙ্গে সম্পৃক্ত ঘোষণা করে ৩৩ বছরের কারাদন্দ প্রদান করে আটকে রেখেছিলো আফগানিস্তান। পরবর্তীতে কয়েক বছর আফগানিস্তানে আটক থাকার পর মার্কির প্রশাসণের দাবিতে তার নিরাপত্তার স্বার্থে খায়বার ও পাকতুনখোয়ার পেশওয়ার কারাগারে তাকে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘ ৭ বছর ধরে কারাবন্দী ছিলেন আফ্রিদি।

সম্প্রতি আল কায়দা বাহিনীর হাত থেকে বাঁচাতে তাকে পেশওয়ার পুলিশ সদস্য ও বহু সংখ্যক সামরিক বাহিনীর সহযোগিতায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শাকিল আফ্রিদির ভাই জামিল আফ্রিদি জানান, দেশটির আইন প্রশাসণ কর্মকর্তারা এই তথ্য তাকে জানায়। প্রসঙ্গত শাকিল আফ্রিদি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়