শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৬:১০ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরির আশা ছেড়ে পান বিক্রির পরামর্শ ত্রিপুরা মুখ্যমন্ত্রীর

রবিন আকরাম : ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শিক্ষিত তরুণ-তরুণীদের উদ্দেশ্যে বলেছেন, সরকারি চাকরি পাওয়ায় আশায় বসে আছেন। আর তা করতে গিয়ে রাজনৈতিক নেতাদের পিছনে দৌঁড়চ্ছেন। সেই নেশায় নেতা-মন্ত্রীদের পিছনে না ছুটে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আর্থিক সাহায্য নিয়ে ছোট ছোট ব্যবসা গড়ে তুলতে পারেন। এর থেকে মাসে প্রায় ২৫ হাজার টাকা পর্যন্ত রোজগার হতে পারে। প্রয়োজনে পানের দোকান বা পল্ট্রি খামারের ব্যবসা করার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার সিবিল সার্ভিস নিয়ে মন্তব্য করার পর, এবার সরকারি চাকরি নিয়ে মুখ খুলে বিতর্কে বিপ্লব।

শনিবার প্রজ্ঞা ভবনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিপ্লব দেব। সেখানেই নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাম সরকারের ভুল নীতির ফলেই রাজ্যের তরুণ প্রজন্মের এই হাল। শিক্ষিত হলেই সরকারি চাকরি পাওয়ার আশায় বসে থাকেন। ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে তাঁরা লজ্জা পান।

এর আগে শুক্রবার সিভিল সার্ভিস ও সিভিল ইঞ্জিনিয়ারিংকে এক করে ফেলে বেফাস মন্তব্য করে বসেছিলেন বিপ্লব। তিনি বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া উচিত নয়। বরং সিবিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিস দিতে পারেন। সিভিল ইঞ্জিনিয়ারদের প্রশাসন চালানো ও সমাজ গঠনে অভিজ্ঞতা থাকে।

এখানেই শেষ নয়, দিন কয়েক আগে বিশ্বসুন্দরী ডায়না হেডেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরে ক্ষমা চাইতে হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়