শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেয়াল নির্মাণে অর্থ না দিলে ‘শাটডাউন’ এর হুমকি ট্রাম্পের

আব্দুর রাজ্জাক: মার্কিন কংগ্রেস যদি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের আরো অর্থ ছাড় না দেয় তাহলে কেন্দ্রীয় সরকারকে ‘শাটডাউনের’ হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ও মিশিগানে ক্যাম্পেইন র‌্যালির সময় ট্রাম্প হুমকিটি দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

শনিবার ক্যাম্পেইনের সময় এক বিবৃতিতে জানান, ‘দেয়াল নির্মাণে ব্যয় হবে ১.৬বিলিয়ন মার্কিন ডলার। আমরা আবার আগামী ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে বসব, যদি সীমান্ত নিরাপত্তা না পাই তাহলে আর কোন চাওয়া নাই সরাসরি সরকার অচল করে দেয়া হবে। কারণ আমাদের সীমান্ত নিরাপত্তা প্রয়োজন।’

ট্রাম্প গত মার্চে দেশটিতে সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে অভিবাসন আইন পরিবর্তনের হুমকি দিয়েছিলেন। অভিবাসন ইস্যুতে গত জানুয়ারিতে সংক্ষিপ্তভাবে একবার দেশটির সরকার ‘শাটডাউন’ও হয়েছিল। মধ্য আমেরিকার শত শত অভিবাসীর কাফেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তারা সীমান্ত নিরাপত্তার অভাবেই এভাবে পরিবহন করে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত মাসে ট্রাম্প দেশটির খরচের জন্য ১.৩ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজেটে সই করেছিলেন যার মেয়াদ শেষ হবে আগামী সেপ্টেম্বরে। তাই আবারও কংগ্রেসকে আরো একটি বাজেটের জন্য বসতে হবে কিন্তু ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো অর্থ না পেলে বাজেট পাশ করবেনা বলেও হুমকিও দিয়েছেন। সিএনবিসি, সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়