শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সংবিধানে অন্তর্বতীকালীন সরকার বলে কিছু নেই : শাহদীন মালিক

জান্নাতুল ফেরদৌসী: আইনজীবী শাহদীন মালিক বলেছেন, বর্তমান সংবিধানে অন্তর্বতীকালীন সরকার বলে কিছু নেই। না জেনে, না বুঝে তত্ত্বাবধায় সরকারের ধারণাটাই নির্বাচনকালীন সরকার হিসেবে ধরে নিয়েছি।

একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

সংবিধানে ১২৬ ধারায় ষ্পষ্ট করেই বলা আছে নির্বাচন করবে নির্বাচন কমিশন। তাকে সবধরনের সহযোগিতা করবে সরকার। সহযোগিতার বিষয়টি সরকারের দায়িত্ব নয়, সাংবিধানিক কর্তব্য। সংবিধান মতে মন্ত্রিসভায় সংসদের নির্বাচিতদের মধ্য থেকে কারা থাকবেন তা নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপরেই।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনেও সরকারের আকার নির্ধারণ বা তাদের কাজের পরিধি নির্ধারণের বিষয়টি ছিল প্রধানমন্ত্রী ইচ্ছের প্রতিফলন। এটা তো সংবিধানের কথা নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন, তিনি কত জন মন্ত্রীকে নিয়োগ দেবেন, সেটা এখতিয়ার করবেন।এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ইচ্ছের ওপর।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এই কথাগুলো সরকার বলছেন, যেহেতু আমরা বলছি নির্বাচন কালীন সরকার, তারা সেটাকে বাইপাস করার জন্য অন্যভাবে বলছেন। তারা বলছেন,‘আমরাই নির্বাচনকালীন সরকার। আপনাদের সাথে আলোচনার কোনো দরকার নেই।’

আইনজীবী শাহদীন মালিক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশেষ সরকারের ব্যবস্থা ছিল, সীমিত ক্ষমতা ছিল। পঞ্চদশ সংশোধনীর পর সংবিধান থেকে বিলুপ্ত হয় নির্দলীয় তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা। হয়তো ঐটাই না জেনে, না বুঝে তত্ত্বাবধায় সরকারের ধারণাটাই নির্বাচনকালীন সরকার হিসেবে ধরে নিয়েছি। বর্তমান সংবিধানে অন্তর্বতীকালীন সরকার বলে কিছু নেই।

ক্ষমতাসীন দল বলছে, এবারো নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীই এ সরকারের নেতৃত্ব দেবেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়