শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০২:০২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেন্নাইয়ে পুলিশের বেশে যাত্রীবাহী বাস ছিনতাই, গ্রেফতার চার

নূর মাজিদ: দক্ষিণ ভারতে ৪২ জন যাত্রী বোঝাই বাস পুলিশের বেশে চার ব্যক্তি ছিনতাই করে। বাসটি চেন্নাই কেরালার কান্নুরের দিকে যাত্রা করছিলো।এসময় ঐ চারজন তরুণ ছিনতাইকারী বাসটি থামিয়ে নিজেদের কেন্দ্রীয় পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্য বলে পরিচয় দেয়। ঐ চারজন ছিনতাইকারি যাত্রী এবং বাস চালককে জানায় তারা বাস মালিকের বিরুদ্ধে অর্থনৈতিক ঋণের তদন্ত পরিচালনা করছে। এসময় তারা অর্থনৈতিক লগ্নিকারী সংস্থার পক্ষ অভিযোগের প্রেক্ষিতেই সেখানে উপস্থিত হয়েছে বলে জানায়।

তাদের ভাষ্য ছিলো যেহেতু বাস মালিক সময় মত তার ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন তাই এখন পুলিশকে বাধ্য হয়েই বাসটিকে বাজেয়াপ্ত করতে হবে। এরপর তারা বাসটিকে পাটনাগিরির গুদামের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

তবে বাসটির এক যাত্রীর পুলিশ বেশী ছিনতাইকারীদের আচরণে সন্দেহ হলে তিনি গোপনে তার মুঠোফোন ব্যবহার করে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন। এই খবর পাবার সঙ্গেসঙ্গেই ৩০ জন সশস্ত্র পুলিশ সদস্য উল্লেখিত গুদামটিকে ঘিরে ফেলে সতর্ক অবস্থান নেন। পরবর্তীতে বাসটি গুদামে পৌঁছনো মাত্রই পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের গ্রেফতার করতে তৎপর ওঠেন। সে সময় পুলিশের হাতে এক ছিনতাইকারী তৎক্ষণাৎ ধরা পরলেও বাকিরা পালিয়ে যেতে সমর্থ হয়। কিন্তু, পুলিশের ব্যাপক অভিযানের মুখে বাকি তিনজন অপরাধীও ধরা পরে।

পুলিশি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এ বিষয়ে তারা এখনও বিস্তারিত তদন্ত করছেন এবং এখন পর্যন্ত শুধু এই চারজনেরই অপহরণকার্যে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ডেক্কান ক্রনিকল

  • সর্বশেষ
  • জনপ্রিয়