শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল চালিয়ে সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট : মোটরসাইকেল চালিয়ে দুর্গম সীমান্তপথ ঘুরে দেখলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার দুর্গম চরাঞ্চলের সীমান্তপথ মোটরসাইকেল অতিক্রম করেন তিনি।

রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া বিজিবি ক্যাম্প থেকে নীলফামারীর ডিমলা উপজেলার টেপা চরখড়িবাড়ী সীমান্ত ক্যাম্পে যান বিজিবির মহাপরিচালক।

এ সময় সীমান্ত এলাকা ও বিজিবি ক্যাম্প পরিদর্শন করে তিনি উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সীমান্তবাসীর খোঁজ-খবর নেন এবং চোরাচালান রোধে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের বিজিবি মহাপরিচালক বলেন, ক্যাম্প পরিদর্শন করতে এসে জানতে পারলাম গাড়ি চলাচলের রাস্তা নেই। সেজন্য মোটরসাইকেল চালিয়ে ঘুরে দেখলাম। এতে কষ্ট নয়, আনন্দ পেয়েছি। আমার লোকজনের চলাচলের পথটা কতোটা কঠিন, তা দেখলাম। এসব সরকারের উচ্চমহলে তুলে ধরার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, বিজিবি-বিএসএফের চমৎকার সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা মানবিক সীমান্ত ব্যবস্থাপনা তৈরির চেষ্টা করছি। ইতোমধ্যে সীমান্ত হত্যা আশাব্যঞ্জকভাবে কমেছে। আমরা সীমান্তে একজন নিরীহ মানুষেরও হত্যা চাই না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও (বিএসএফ) একমত হয়েছে। সীমান্তের লোকজনকে বিনা পাসপোর্টে অহেতুক সীমান্তে না যেতে আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের (রংপুর জোন) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, পরিচালক (অপারেশন-রংপুর জোন) লে. কর্নেল হাসান মোর্শেদ, বিজিবির রংপুর সেক্টর পরিচালক কর্নেল আজিজুল কাহার, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর মাসুম জিয়া বিন কুদ্দুস, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর মুহিত উল আলম, মেজর আনোয়ার হোসেন ও টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়