শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে রাশিয়া: রিপাবলিকান প্যানেল

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ২০১৬ সালে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে রাশিয়া। তবে পুরো নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিপাবলিকানদের পক্ষ থেকে দেশটির সংসদের নিম্নকক্ষে শুক্রবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

ঐ প্রতিবেদনটিতে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে জানানো হয়, টুইটারে ৩৬ হাজারের বেশি সয়ংক্রিয় একাউন্ট খোলা হয়েছে, দুই হাজারের বেশি একাউন্ট মানুষ ব্যবহার করত। এছাড়াও ফেসবুকের মধ্য দিয়ে ৫মিলিয়ন মার্কিনীদের হাতে অর্থের বিনিময়ে বিভিন্ন বিজ্ঞাপন ছড়িয়ে দেয়া হয়। যেগুলোর সবগুলোতেই রাশিয়ার সম্পৃক্ততা ছিল বলে উঠে এসেছে।

এদিকে হাউজ অব রিপ্রেসেন্টিভের ডেমোক্রেট সদস্যরা তাদের ৯৮ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করেন। যেখানে রিপাবলিকান ডকুমেন্টটিকে সত্য তথ্য প্রকাশে অনিচ্ছুক বলা হয়, একই সাথে পুরো বিষয়টি তদন্তে গুরুত্বের অভাব ছিলো বলেই মনে করছেন।

উল্লেখ্য, গত একবছর ধরে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে দেশটির সংসদের নি¤œকক্ষে বিরোধীদল ডেমোক্রেট সদস্যদের রোষানলে পরে। এরআগে নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে এসেছেন ট্রাম্প। এমনকি ট্রাম্প পুরো বিষয়টিকে খুব অদ্ভুত বলে উল্লেখ করেছেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়