শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে নিখোঁজের ২ দিন পর বুড়িগঙ্গা নদীতে ২ লাশ উদ্ধার

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ২ দিন পর নিখোঁজ ইউনুছ (৩৫) ও সাবলুর রহমান (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার পরিবারের সদস্যরা এসে মরদেহ সনাক্ত করে নিয়ে যান।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ফতুল্লার ধর্মগঞ্জ থেকে ইউনুছ ও পানগাঁও এলাকা থেকে সাবলুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করা হয়।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরহাদ জানান, শুক্রবার রাত সাড়ে ৭টায় তাদের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ সনাক্ত করে নিয়ে যান।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার আকবর নগর আনন্দবাজার থেকে তিনজন যাত্রী নিয়ে ফতুল্লাগামী একটি ট্রলার ধর্মগঞ্জ এলাকায় কালবৈশাখীর কবলে পড়ে ডুবে যায়। তখন ট্রলারের দুই যাত্রী তীরে উঠতে পারলেও চালকসহ অপর যাত্রী ডুবে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়