শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজযাত্রীদের হয়রানি করলে স্থান হবে জেলখানা

লক্ষ্মীপুর প্রতিনিধি : হজযাত্রীদের জন্য বিমান প্রস্তুত করা হয়েছে। সরকার তাদের নিশ্চিন্তে হজ পালনসহ সব ধরনের সুরক্ষা দিতে বদ্ধপরিকর। হজযাত্রীদের যারা হয়রানি করবে তাদের স্থান হবে জেলখানা।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল একথা বলেন।

তিনি বলেন, অধিকারবঞ্চিত করার নামই অবিচার। অনেক গরিব-দুঃখী মানুষ আর্থিক সুবিধা না থাকায় বিচার পায় না। অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে সরকার আইনি সহায়তা দিচ্ছে। সুবিধাবঞ্চিতদের সুবিচার প্রাপ্তি ও অধিকার নিশ্চিত করায় আশার আলো আসছে।

জেলা জজ ও দায়রা জজ আদালতে বিচারক ও কমিটির সভাপতি ড. একেএম আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন-সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ নোমান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রমুখ।

এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এছাড়া দিনব্যাপী আইনগত সহায়তা মেলা চলছে।

-বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়