শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শামির বিরুদ্ধে বয়স লুকিয়ে প্রতারণার অভিযোগ হাসিনের!

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান একের পর এক অভিযোগ করেই যাচ্ছেন। শনিবার তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ এনেছেন হাসিন। তিনি দাবি করছেন, এই ২৭ বছর বয়সী জাতীয় ক্রিকেটার ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার জন্য বয়স লুকিয়েছেন।
প্রায় দুইমাস ধরে শামির বিপক্ষে বিভিন্ন গুরুতর অভিযোগ আনছেন হাসিন। এর মধ্যে রয়েছে হত্যাচেষ্টা, ধর্ষণচেষ্টা, পারিবারিক নির্যাতন, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থাকায় প্রথমে ভারতের জাতীয় দলে নতুন চুক্তিতে রাখা হয়নি শামিকে। পরে তা প্রমাণিত না হওয়ায় চুক্তির অন্তর্ভূক্ত হন শামি।
হাসিনের এবারের অভিযোগটাও গুরুতর। তিনি জানিয়েছেন ভুয়া জন্মনিবন্ধন নিয়ে বয়স কমিয়ে শামি আন্তর্জাতিক ও ঘরোয়া দলে খেলার সুযোগ পেয়েছেন। এর প্রমাণ হিসেবে ফেসবুকে একটি ড্রাইভিং লাইসেন্সের ছবি পোস্ট করেছেন হাসিন। তার মতে সেটি শামির ড্রাইভিং লাইসেন্স।
সেই ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী শামির জন্ম ১৯৮২ সালে। তবে বর্তমান রেকর্ড অনুযায়ী তার জন্ম ১৯৯০ সালে। হাসিনের মতে নিজের ক্যারিয়ার গড়ার জন্য শামি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এবং উত্তর প্রদেশের সরকারকে বোকা বানিয়েছেন।
সূত্র : ডেকান ক্রনিকলস

  • সর্বশেষ
  • জনপ্রিয়