শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে

কায়েস চৌধুরী: সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও গণমোর্চা পার্টি দে‌শের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলা‌দেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার দা‌বি জা‌নি‌য়ে‌ছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণজমায়েতে তারা এ দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, এক সময়ে বাংলাদেশে খাদ্য ঘাটতির দেশ ছিল। এখন খাদ্যে স্বনির্ভর। আশির দশকে আমাদের উন্নয়ন বাজেটের পুরো অংশটাই ছিল বিদেশি সাহায্যের ওপর নির্ভর। কিন্তু গত ২৭ বছর ধরে বাংলাদেশে এখন আর বিদেশী সাহায্যের ওপর নির্ভরশীল নয়। গরিব মানুষের বি‌দেশ থেকে পাঠানো ডলারে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ ৩৫ বিলিয়নে অর্জিত হয়েছে। কিন্তু সেরা দুর্নীতিবাজের কারণে লাভের গুড় পিপড়ায় খেয়ে ফেলছে।

বক্তারা আরো জানান, বাংলাদেশের ব্যাংকিং খাত আজ তলাবিহীন ঝুড়ি। শেয়ার মার্কেট দেশী বিদেশী চক্রের লুটের আখড়া। প্রশ্নপত্র ফাঁস বাণিজ্য বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে। চালের বাজারে সিন্ডিকেট৪০ টাকা কেজি চাল কিনতে হয় ৬০ টাকা কেজিতে । ঘুষ ছাড়া ভূমি অফিস ফাইল নড়ে না। নির্বাচনে কালো টাকার খেলায় পরিণত হয়েছে। বিচারের বাণী নীরবে কাঁদে। এসব কোন ভা‌বে প্রতিরোধ করা যাচ্ছে না। এসব প্র‌তি‌রোধ কর‌তে পার‌লে দে‌শে সুশাসন প্র‌তি‌ষ্ঠিত হ‌বে তারা ম‌নে ক‌রেন।

দূর্নী‌তি দম‌নে দে‌শের জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার অত্যান্ত জরু‌রি ব‌লে তারা ম‌নে ক‌রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়