শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৯:১১ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গঠনতন্ত্র অনুযায়ীই পরিচালিত হবে দল, বলছেন নেতারা (ভিডিও)

হ্যাপী আক্তার : দন্ডিতের দায়ে দন্ডিত বিএনপির শীর্ষ দুই নেতা। একজন কারাগারে আরেকজন দীর্ঘ দিন দেশের বাইরে। তাদের অনুপস্থিতিতে কিভাবে চলছে বিএনপি। ভবিষ্যতে কে ধরবে দলটির হাল। এমন নানা প্রশ্ন আছে রাজনৈতিক প্রাঙ্গণে। গুঞ্জন আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অথবা প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী বিএনপির দুর্দিনে হাল ধরতে পারেন। অথচ বিএনপি নেতারা বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে দল। ভবিষ্যতে সেই প্রক্রিয়া ধরে রাখবেন তারা।

রাজনীতির ইতিহাসে এমন সংকটময় পরিস্থিরির মোকাবেলা করেনি বিএনপি। বিশ্লেষকদের পাশাপাশি এমন উপলব্ধি দলীয় নেতা-কর্মীদেরও। দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অপর দিকে দুই মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন ১০ বছর ধরে। সহসা খালেদার জিয়ার কারা মুক্তি কিংবা তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। এমন অবস্তবতায় কিভাবে চলছে দলীয় কার্যক্রম।

বিএনপির নেতারা জানান দলের চেয়ারপার্সন কারাগারে যাবার আগেই দল ও কর্ম সূচির বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। তাছাড়া প্রতিদিনই বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংগঠনিকভাবে একটি গঠন আছে এবং কারো অনুপস্থিতিতে বাকি কাজ কারা করবেন সেই পরিপ্রেক্ষিতে লোক তো আছেই। সেভাবেই বর্তমানে স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সকল সিদ্ধান্ত হচ্ছে।

তিনি আরো বলেন, পরে কি হবে না হবে তা এই মূহুর্তে বিবেচ্য বিষয় না। বর্তমানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার কারা মুক্তি।

গুঞ্জন আছে দলের দুঃসময়ে এগিয়ে আসতে পারেন তারেক রহমানরে স্ত্রী ডা. জুরায়দা রহমান অথবা আরাফাত রহামানের স্ত্রী শর্মিলা রহমান।

কারাগারে গিয়ে একাধিকবার দেখাও করেছেন শর্মিলা রহমান। বৈঠক করেছেন বিএনপির মহাসচিবসহ দলের দায়ীত্বশীল কয়েকজন নেতার সঙ্গে।

বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান অথবা প্রয়াত কোকোর স্ত্রী শার্মিলা রহমান কখন নেতৃত্বে আসবেন কি আসবেন না সে বিষয়টি সময় এলেই বুঝা যাবে। সেটা এখন বলার বিষয় না।

তিনি আরো বলেন, তারেক রহমান যেখানেই থাকুন না কেন? সেখানে থেকেই তিনি সারা বাংলাদেশের নেতাকর্মীদের খোঁজ খবর নিতে পারেন।

রাজনীতির পরিস্থিরি নিয়ে শঙ্কা থাকলেও নেতৃত্ব নিয়ে দৃড় অবস্থানে আছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।  সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়