শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারকে সংশোধনাগার বানাতে বিধি সংশোধন হচ্ছে : আইনমন্ত্রী

এস এম নূর মোহাম্মদ: কারাগারকে সংশোধনাগারে পরিণত করার জন্য আধুনিক কারা আইন ও কারাবিধি সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা জানান। তিনি বলেন, দরিদ্র কারাবন্দীদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয়, স্থায়িত্বশীল এবং পরিবর্ধিত আইনি কাঠামো তৈরী করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। কারাবন্দীদের মামলায় যথাসময়ে আত্মপক্ষ সমর্থনে আইনগত সহায়তা প্রদানসহ প্রয়োজনীয় পুর্নবাসন প্রক্রিয়া গ্রহণেও আমরা গুরুত্ব দিয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে মানুুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। বিনা বিচারে কেউ যেন কারাগারে আটক না থাকেন। তাঁর এই নির্দেশনার আলোকে সকল মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ করে কারাবন্দীদের বিচার দ্রুততম সময়ে শেষ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা আইনগত সহায়তার পাশাপাশি ন্যায় বিচার প্রদানের জন্য দক্ষ ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে চাই। সেই ইচ্ছাকে বাস্তবরূপ দেওয়ার জন্য সর্বোচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সকল বিচারকের বেতন ও সুবিধাদি বৃদ্ধি করেছি। দেশীয় প্রশিক্ষণের পাশাপাশি বিচারকদের বিদেশেও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, আমি মনে করি, সরকারি আইন সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সবার আগে প্রয়োজন জনসচেতনতা। তাই সরকারি আইন সহায়তা কার্যক্রমের সাফল্য নির্ভর করছে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টির উপর। কারণ এখনও এদেশের জনগণের একটি অংশ দরিদ্র ও নিরক্ষর। এই দরিদ্র ও নিরক্ষর জনগণ তাদের আইনগত অধিকার সম্পর্কে ততটা সচেতন নয়। তাদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে জাতীয়ভাবে আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়