শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী

তরিকুল ইসলাম : ঢাকায় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন সম্মেলনের আগে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আগামী ৫ ও ৬ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ বৈঠকের আগে আগামী ৪ মে ৫৭ দেশের পররাষ্ট্র মন্ত্রীরা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্বশীল সূত্রটি বলছে, এবারের ওআইসি জোট পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা সংকট অন্যতম প্রধান এজেন্ডা। যেহেতেু বাংলাদেশ সম্মেলনটির আয়োজক এবং রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে তাই সুযোগটিকে কোনো ভাবেই হাত ছাড়া করতে চাইছে না ঢাকা। তাই জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কক্সবাজারে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্মেলনে রোহিঙ্গাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে ওআইসি। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী নিজ দেশের অবস্থান ব্যক্ত করবেন রোহিঙ্গা ইস্যুতে। সেখান থেকে একটি রেজ্যুলেশ পাশ হবে।

তিনি বলেন, ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের রোহিঙ্গা শিবির পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে রোহিঙ্গা সংক্রান্ত বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে এবং সরকারের পক্ষ থেকে আলাদা ভাবে ব্রিফ করা হবে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় এ সম্মেলন থেকেই কূটনৈতিক তৎপরতা জোরদারের সুযোগ পাবে বাংলাদেশ। এতে ৭০টি প্রতিনিধি দল অংশ নেবে। বিদেশি অতিথির সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। এর আগে ১৯৮৩ সালে ঢাকায় প্রথম ওআইসি সম্মেলন হয়েছিলো। সেই সম্মেলনের প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন।

চলতি বছরের শুরুতে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ওআইসি’র মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) ১২ সদস্যের একটি প্রতিনিধ দল বাংলাদেশ ঘুরে যান। সে সময় প্রতিনিধি দলের প্রধান ড. রশিদ আল-বালুসি বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীদের অধিকার নিশ্চিত করে তাদের বসত-ভিটায় ফিরিয়ে নিতে হবে। মিয়ানমার যাতে রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে ফিরিয়ে নেয় এজন্য যথাযথ চাপ প্রয়োগ করবে ওআইসি। এ ছাড়া বেশ্বিক একাধিক ফোরামে এরই মধ্যে ওআইসি রোহিঙ্গা ইস্যূটি তুলে ধরেছে এবং সামনের দিনেও তুলে ধরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়