শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৪:৪৭ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ পরিবহন অধিদপ্তরে চলছে লাগামহীন দুর্নীতি

জুয়াইরিয়া ফৌজিয়া : নৌ পরিবহন অধিদপ্তরে বছরের পর বছর ধরেই চলছে লাগামহীন দুর্নীতি। নৌ পরিবহন অধিদপ্তরের প্রকৌশল বিভাগই নকশা অনুমোদন, নামকরণ, ফিটনেস, নিবন্ধন এবং নৌযানের অনাপত্তিপত্রের দিয়ে থাকে। তবে দুদকের অনুসন্ধান বলছে, ঘুষ ছাড়া মিলে না এসব কাজের সমাধান।

গত বছরের ১৮ই জুলাই নিজের কার্যালয়ে বসে ৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে দুদকের কাছে হাতেনাতে ধরা পড়েন নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম। নৌযানের নকশা অনুমোদন করে দেয়ার কথা বলে ঘুষ নিচ্ছিলেন তিনি।

দুদকের মামলায় চাকরি থেকে বরখাস্তের পর ফখরুলের পদে আসেন নাজমুল হক। তিনিও একই পথে হাঁটা শুরু করেন। গত ১২ই এপ্রিল একইভাবে এই প্রধান প্রকৌশলীও ঘুষ নেয়ার সময় হাতেনাতে গ্রেফতার হন।

একজন ঘুষদাতা বলেন, বাধ্য হয়েই আমাদের ঘুষ দিতে হয়।

সারাদেশে ছোট-বড় নৌযানে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। সঠিকভাবে নকশা প্রনয়ন ও নির্মাণের অভাবেই ঘটে নৌ পথে দুর্ঘটনা।

টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রভাবশালী মহলই এই ঘুষ বানিজ্যের সাথে বেশি জড়িত।

নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম বলেন, আমরা ঘুষ দুর্নীতি বন্ধে এখন অনেক এখন সতর্ক হয়েছি।

দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সরকারি এই দপ্তরে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে। তাহলে এই সমস্যা সমাধান হবে।

দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি এই দপ্তরটিতে কর্মরত কয়েকজনের সম্পদের হিসাবও খতিয়ে দেখা হবে।

সূত্র : ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়