শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

ফরহাদ হোসেন, ভোলা: ভোলা পৌর শহরের চকবাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২ দিকে আগুন লেগে প্রায় শতাধিক দোকান পুড়ে যায়। শহরের প্রাণকেন্দ্র চকবাজারে লাগা এই আগুন মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন মনিহারি পট্টি, ঘোষপট্টিসহ আশপাশে ছড়িয়ে পড়লে ভোলার অন্যান্য উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৫ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। আগুনে এসব দোকানে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকার বেশি হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনোহারি পট্টির একটি হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় গ্যাস সিলিন্ডার, তেলের ড্রাম, রং ও স্পিরিটসহ দাহ্য পদার্থে আগুন লেগে মুহূর্তের মধ্যে চার দিকে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর এক পর্যায়ে খাল পাড় এলাকায় সুতা, পলিথিন ও ভোজ্য তৈলে ছড়িয়ে পড়লে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। এর পর একেএকে চকবাজার এলাকার একাংশের স্টেশনারি, ফল, মুদিসহ খালপাড় এলাকার চালের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক ও পুরপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের ৫ ঘণ্টা প্রচেষ্টায় ভোর ৫ টার দিকে আগুন সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ করা হয়। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো জানা যায়নি। আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন ভোলা জেলা প্রশাসক মাকসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার মোকতার হোসেন সহ প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তরা। তাদের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে স্থানীয়দের সাথে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সহযোগীতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়