শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কংক্রিটে শিকড় মাটির গভীরে যেতে পারে না, তাই গাছ উপড়ে যায়’

আশিক রহমান : কংক্রিটের ফুটপাত বা রাস্তায় শিকড় মাটির গভীরে যেতে পারে না বলে ঢাকা শহর বা বিভিন্ন শহরে গাছপালা উপড়ে পড়ার সংখ্যা বেশি বলে মনে করেন পরিবেশবিদ ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, শহরের ফুটপাতে কংক্রিটের কারণে গাছের শিকড় মাটির নিচে যেতে পারে না। ফলে গাছগুলোর ভিত্তি শক্ত বা মজবুত হয় না। যখন ঝড়-তুফান হয় তখন অনেক সময় বিল্ডিংয়ের কারণে গাছপালায় আঘাত লাগে না। আর যে জায়গায় বিল্ডিং নেই, সেখানে গাছপালার উপর ঝড়ের তীব্র আঘাত করে। ফলে গাছগুলো উপড়ে পড়ে। তিনি আরও বলেন, আমার মনে হয় ঝড়-তুফানে গাছপালার চেয়ে গাছের ডালা ভাঙছে অনেক বেশি। তবে এসব অস্বাভাবিক কিছু নয়। যদি সত্যি সত্যিই অস্বাভাকি কিছু হতো তাহলে তার প্রভাব আমরা দেখতাম সারাদেশে। বিশেষ করে হাওরাঞ্চলে। সেখানে বন্যা হয়ে যেত। হাওরাঞ্চলে কিন্তু কোনো বন্যা এখনো হয়নি।

ম. ইনামুল হক বলেন, গাছপালা উপড়ে যাওয়ার সঙ্গে আর্টিফিশিয়ালির কোনো সম্পর্ক নেই। ঝড়-বৃষ্টি হলে গাছপালা ভেঙে পড়বে। এটাই স্বাভাবিক। কারণ এটা গ্রীষ্মকাল। কাল বৈশাখীর মৌসুম। সেক্ষেত্রে ঝড়-তুফান-বৃষ্টি হবেই। বৃষ্টি যে একইসঙ্গে সারাদেশে হচ্ছে তা নয়। দেখা গেল কোনো একটা এলাকায় হচ্ছে, আবার অন্য এলাকায় হচ্ছে না। কাল বৈশাখের চরিত্রটা এমনই হয়।

তিনি বলেন, অযত্ম, অবহেলা ও সঠিকভাবে গাছগুলো রক্ষাবেক্ষণের অভাবও এখানে দায়ী। ফলে শহরগুলোতে যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে, শিকড় গভীরে যেতে পারে সে ব্যাপারগুলোর দিকে নজর দিয়ে পরিকল্পনা গ্রহণ করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়