শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা ও গাজীপুর সিটিতে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ডেস্ক রিপোর্ট : খুলনা ও গাজীপুর সিটিতে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই জনসংযোগ শুরু করেন তারা। পিছিয়ে নেই কাউন্সিলর পদপ্রার্থীরাও। নিজ নির্বাচনী এলাকায় ভোট চাইছেন তারা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এদিক প্রধান দুই দলের প্রার্থীর পরে এবার খুলনায় ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিপিবির মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু।

দলীয় প্রতীকে বিরামহীন প্রচারণায় এখন উৎসবের নগরী খুলনা ও গাজীপুর। দিনরাত এক করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

গাজীপুরের বোর্ড বাজার থেকে জুমার নামাজ শেষে প্রচারে নামেন ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার। জাহাঙ্গীর আলমের দাবি, এখানে আওয়ামী লীগের মধ্যে কোনো কোন্দল নেই।

প্রচারণায় পিছিয়ে নেই বিএনপির প্রার্থীও। নগরীর গাছাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন হাসানউদ্দিন সরকার। জলাবদ্ধতা, যানজট নিরসনের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট চান তিনি। যদিও জয়ের ব্যাপারে আশাবাদী হলেও শঙ্কা প্রকাশ করেন ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে।

নগরপিতা নির্বাচনে কাকে বেছে নেবেন, তা নিয়ে নানা হিসাব-নিকাশ আছে ভোটারদের। বলছেন, দলমত নয়, নগরীর উন্নয়ন ও বিপদে-আপদে যাকে পাশে পাওয়া যাবে, তিনিই এগিয়ে থাকবেন।

খুলনায় ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু। এতে সিটি করপোরেশনকে নাগরিক সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সবার জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। খুলনা ও গাজীপুর সিটিতে ভোট হবে আগামী ১৫ মে।

সূত্র : চ্যানেল  ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়