শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি’

এম এ রাশেদ: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান বলেছেন, ‘ আমরা ফেডারেশন চালাতে গিয়ে যেকোনো সমস্যায় পড়লে সরকারের নিকট যখন কোন সহযোগিতা চাই সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি’।

আজ শুক্রবার ফেডারেশন কার্যালয়ে বসে আমাদেরসময়ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

আসিফুল হাসান বলেন, তৃণমূল থেকে এ খেলায় যখন খেলোয়াড় বের হয়ে আসবে তখন খেলাটিকে ঘিরে সারা দেশে অনেক প্রতিযোগিতা শুরু হবে।
দেশে এ খেলাটি যত বেশি জনপ্রিয় হবে ততই অনেকেই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখবে। আমরা চাই এ ইভেন্টটি বাংলাদেশে জনপ্রিয় হোক।
রোলার স্কেটিং এ খেলাটি বিশ্বে খুবই জনপ্রিয় হলেও বাংলাদেশে এটির তেমন কোন প্রচার-প্রসার কম। তাই খেলাটিকে জনপ্রিয় করতে হলে গণমাধ্যমের প্রচার-প্রসারের কোনো বিকল্প নেই।
আসিফুল হাসান বলেন, বর্তমানে ২২টি জেলায় আমাদের ফেডারেশনের কর্মকা- পরিচালিত হচ্ছে। ওখানে একাডেমির মাধ্যমে কোচ রেখে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আশা করি আমাদের কার্যক্রম দেশব্যাপী আরও বৃদ্ধি পাবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, আগামী ২ জুন থেকে ৭ জুন নেদারল্যান্ডে অনুষ্ঠেয় স্পিড স্কেটিং টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশ নেবে। যেখানে ১১০টি দেশ অংশ নিবে। এ মেগা টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে দু’জন ছেলে ও দু’জন মেয়ে অংশ নিবে। আগামী ১০ মে থেকে তাদের প্রস্তুতি শুরু হবে ।
আসিফ আরও বলেন, ময়মনসিংহের ভালুকায় ইন্টারন্যাশনাল রোলার স্পোর্টস স্টেডিয়ামের কাজ দ্রুত এগিয়ে চলেছে। যেটির কাজ শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। নতুন এ স্টেডিয়ামে আগামী নভেম্বরে ওয়ার্ল্ড ওপেন স্পিড রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন।
এখান থেকে আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে ভালো স্কেটার গড়ে উঠবে বলে আশা এ ঊর্ধ্বতন কর্মকর্তার। প্রায় দশ একর জমির ওপর নির্মিতব্য এ স্টেডিয়ামে থাকছে ১০০ ক্রীড়াবিদের আবাসন ব্যবস্থা। এছাড়া ২০০ মিটার ব্যাংকড ট্র্যাক, রোল বল গ্রাউন্ড, রোলার হকি এবং ৩৫০ মিটার রোড ট্র্যাক মিটার রোড থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়