শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০১:৩২ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে সিএনজি শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ: হবিগঞ্জ মহাসড়কে সিএনজি চলাচলের অনুমতিকে কেন্দ্র করে হবিগঞ্জে পুলিশের সঙ্গে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তবে গ্রেফতার আতঙ্কে শ্রমিকরা হাসপাতালে চিকিৎসা নিতে যায়নি। বিকল্পভাবে বিভিন্ন ক্লিনিকে আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার মহাসড়কে অবরোধ ও টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে মহাসড়কে সিএনজি চলাচলের দাবিতে মানববন্ধন করে শ্রমিকরা। মানববন্ধন শেষে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। সংঘর্ষে ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।

গুরুতর আহত অবস্থায় শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনসহ ১৫ পুলিশ সদস্যকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশের রাবার বুলেটে আহত শ্রমিকরা গ্রেফতার আতঙ্কে সদর হাসপাতালে যায়নি। শ্রমিকরা জানিয়েছেন, তারা বিকল্প ব্যবস্থায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হবিগঞ্জ সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া জানান, শ্রমিকরা রাস্তা অবরোধ করলেও পুলিশ অবরোধ সরানোর চেষ্টা করে। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। তিনি বলেন, ‘কয়জন পুলিশ সদস্য আহত হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আরও কয়েকজনকে হাসপাতালে আনা হতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়