শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের বাঘারপাড়ায় বাস খাদে, নিহত ১ আহত ৩০

জাহিদুল কবীর মিল্টন,যশোর: যশোরের বাঘারপাড়ায় যাত্রীবাহি চলন্ত বাসের টায়ার বার্স্ট হয়ে খাদে পড়ে গাড়ির হেলপার রাজু হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ৩০জনের মত যাত্রী আহত হয়।

দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুর মাধ্যামিক বিদ্যালয়ের সামনে। খবর পেয়ে বাঘারপাড়া থানা, হাইওয়ে ফাঁড়ি ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করেন। এদের মধ্যে সাত জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর যশোর-নড়াইল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে (নারায়ণগঞ্জ ব-০৪-০০৪৮) বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নড়াইল যাচ্ছিল। বেলা ১২টার দিকে করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বাসের সামনের বাম পাশের চাকার টায়ার বার্স্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের মেহগুন গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়ির হেলপার রাজু হোসেন ঘটনাস্থলেই মারা যায়। বাঘারপাড়া থানার এসআই নিয়ামুল ইসলাম বলেন, বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে আছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সবার অবস্থাই আশঙ্কাজনক।’নিহত হেলপার রাজু হোসেন নড়াইল জেলার তুলারামপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

আহত, গাড়ির সুপারভাইজার তুলারামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাজু আহম্মদ (৩০), বাসের যাত্রী যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মোমিনের ছেলে মাহবুবু (৫০), স্ত্রী আলেয়া বেগম (৪০), বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের জলিলের স্ত্রী আঞ্জুরা খাতুন (৩০), একই গ্রামের রাব্বি (২৮) অজ্ঞাত নারী (৩০), ঢাকার কেরানিগঞ্জের ধীরঞ্জনের ছেলে সাধনকুমার (৪০) কে যশোর জেনারেল হাসপাতালে ভতি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়