শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় গ্যাস সংকটে বন্ধের পথে মৃৎশিল্প

সাজিয়া আক্তার: গ্যাস সংকটের কারণে প্রায় বন্ধের পথে কুমিল্লার বিজয়পুর মৃৎশিল্প। বৈশাখী মেলার জন্য সারা দেশে এখানকার মাটির পণ্যের চাহিদা থাকলেও গ্যাস সংকটের কারণে উৎপাদন হচ্ছে না পরিমান মত। আর চাহিদা মতো পুরা মাটির পণ্য উৎপাদন করা না গেলে খুব তাড়াাতাড়ি বন্ধ হয়ে যাবে চার যুগেরও বেশি পুরানো এই শিল্পকেন্দ্রটি।

৬০ এর দশকে স্থাপিত হয় কুমিল্লার বিজয়পুর মৃৎশিল্প কেন্দ্র। এখানকার তৈরি মাটির তৈজসপত্র, খেলনা ও টেরাকোটার সুনাম দেশ বিদেশে সমাদৃত। বৈশাখী মেলায় বিজয়পুরের মাটির পণ্যের চাহিদা থাকে বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি। এছাড়াও সারা বছরেই এই পণ্য সর্বরাহ হয় দেশ ও দেশের বাইরে।

মৃৎশিল্পিরা জানায়, গত কয়েক বছর যাবত গ্যাস সংকটের কারণে পণ্য পুরানো হচ্ছে মাটির চুলায়। ফলে পণ্যের মান যেমন টেকসই হচ্ছে না তেমনি খরচ বাড়ছে দিন-দিন। শুধু জ্বালানি গ্যাস সংকটের কারণে মুখ থুবরে পরছে ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটি।

মৃৎশিল্পরা বলেন, গ্যাস সংকটের কারণে আমরা পণ্য প্রয়োজন অনুযায়ী তৈরী করতে পারছি না। আমরা মাটির চুলায় পণ্য পুরানোর কারণে খরচে কুলাতে পারছি না। এমনকি প্রয়োজন মত পণ্যও তৈরি করতে পারছি না।
জেলা প্রশাসক জানান ঐতিয্যবাহী মৃৎশিল্প টিকিয়ে রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, বর্তমানে পুরাতন গ্যাস লাইন থাকাতে গ্যাস সর্ববরাহে কিছুটা বিঘœ হচ্ছে। সেখানে নতুন গ্যাস লাইন বসানো হচ্ছে, নতুন গ্যাস লাই বসানোর পর গ্যাসের চাপ বৃদ্ধি পাবে।

ডিবিসি টেলিভিশন থেকে মনিটরিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়