শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাকপা রি’ অভিযানে যাচ্ছে তিন বাংলাদেশি তরুণ

আহমেদ ইসমাম: বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 'লাকাপা রি' পর্বতশিখরে উঠে বাংলাদেশের পতাকা উড়ানো মত গৌরব অর্জন করতে যাচ্ছে বাংলা মউন্টেন এন্ড ট্রাকিং ক্লাবের তিনজন সদস্য। যার উচ্চতা ২৩,১১৩ ফুট উচু। শুক্রবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানায় ক্লাবটি।

এই অভিযানে অংশ নিচ্ছেন তিনজন পর্বত আরোহী। তারা হচ্ছেন, এস এ মুহিত, শায়লা পারভিন, বাহরুল নজরুল। তারা আগামী ১৯ এপ্রিল নেপালের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করে ২ মে তিব্বত শীমান্ত ক্যরুং থেকে ২৫ মে ২৫ দিনব্যাপি অভিযান শুরু করবে। এই অভিযানের দলনেতা হিসেবে থাকছেন এম এ মুহিত যিনি দুইবার এভারেস্ট জয় করেছে।

এ সময় অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, এই অভিযানে শুধু তরুণরা কেন আমরাও যেতে পারি। তিনি এ সময় অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদকে পর্বত চুড়ায় উঠার আহ্বান জানান। এর উত্তরে তিনি বলেন, আমার বয়স তরুণদের মত হলে আমি অবশ্যই যেতাম। এ সময় উপস্থিত সকলে হেসে উঠেন।

তিনি আরও বলেন, আমাদের বাঙালিদের মূল সমস্যা স্বাস্থ্য নিয়ে। আমরা শারীরিক ভাবে অনেক দুর্বল। এখন আমরা পর্বত এ উঠে প্রমাণ করছি যে আমরা আর দুর্বল নেই। এ সময় তিনি তিন তরুণকে স্বাগত জানান।

এই অভিযানে সহযোগীতা করছে প্যরাগন চা, ডানো ও আজিম গ্রুপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়