শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১১:০৮ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া জাতীয় পরিচয়পত্রে লক্ষীপুর ছাত্রলীগের সভাপতি হওয়ার পায়তারা

জিয়াউদ্দিন রাজু: ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে লক্ষীপুর জেলায় ছাত্রলীগের সভাপতি হওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে শাহাদাত হোসেন শরীফ বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল।

শরীফের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও তদন্ত কমিটি কোনো ঘটন করা হয়নি জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, এটি কেন্দ্রীয় ছাত্রলীগের ব্যাপার। কেন্দ্রীয় ছাত্রলীগ এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য গত ২৪ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে লক্ষীপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদক কাছে মো. শাহাদাত হোসেন শরীফের বয়স না থাকায় জাতীয় পরিচয় পত্র জাল সৃজন করে উপস্থাপন করে। অভিযুক্তার বয়স প্রমানের জন্য ভোটার হালনাগাদ তালিকা, ড্রাইভিং লাইসেন্স, একাদশ শ্রেণীর রেজিষ্ট্রার খাতা, আসল পরিচয় পত্রের ফটোকপি সংগ্রহ করে দেখা যায় যে, জন্মে আসল তারিখ ১৯ আগষ্ট ১৯৮৮ কিন্তু সে যে জাতীয় পরিচয় পত্র কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর উপস্থাপন করেছেন তাতে তার জন্ম তারিখ ১৯ আগষ্ট ১৯৮৯ করা হয়েছে।

এতে লক্ষীপুর জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়