শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১০:০৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় এ্যাম্বুলেন্সের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ নিহত ২,আহত শিশুসহ ৩

আরএইচ রফিক,বগুড়া: বগুড়ায় লাশ বাহী এ্যম্বুলেন্সের সাথে বিপরীত মুখী মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত হয়েছেন । এসময় অলৌকিক ভাবে বেঁচে গেছে শিশু ও তার মা সহ ৩জন ।

মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক স্থানে বগুড়া ঢাকা জাতীয় মহাসড়কে। হতাহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।

নিহতদের মধ্য নওগাঁর বদলগাছীর পাড়ারো গ্রামের ফয়েজ উল্লার ছেলে মায়নুর রহমান (৩৫)এর পরিচয় নিশ্চিত হওয়া গেলেও নিহত এ্যাম্বুলেন্স চালক এর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আহতরা হলেন নিহত মায়নুর রহমানের শাশুড়ি রুনা লায়লা (৫০) স্ত্রী মিনা (৩০) ও তাদের এক মাত্র শিশু সন্তান মেহামেদ (৩)।
আহতদের উদ্ধার করে বগুড়ার জিয়াউর রহমান(শজিমেক) মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই ঘাতক ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে ।

বগুড়া শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ঘটনা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া গৃহবধু মিনার মৃত বোনকে নিয়ে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭১-২৫০৮) দুপুর ১২টার দিকে উল্লেখিত শেরপুরের ঘোগা বটতলা নামকস্থানে পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রাক নং- (ঢাকা মেট্রো ঙ-১৪-২০২৮)এর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে করে এ্যম্বুলেন্সটি দুমড়ে মুছরে যায় ।

এতে ঘটনাস্থলেই এ্যম্বুলেন্স চালক সহ মায়নুর রহমান মারা যান। এতে নিহত মায়নুর রহমান এর স্ত্রী ছেলে ও তার শাশুড়ী আহত হয় । তাদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘাতক ট্রাক ও দুমরে মুছরে যাওয়া এ্যম্বুলেন্সটি তাদের হেফাজতে নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়