শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক আতঙ্কে ভুগছে সরকার : নোমান

রুহুল অামিন : বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অাবদুল্লা অাল নোমান বলেছেন, তারেক রহমানের পাসপোর্ট বিষয় কোন বিষয়ই না। দেশের সম্মানিত মানুষজন বলে অাসছেন কিন্তু এ নন ইস্যুকে ইস্যু বানিয়ে সরকার কি অর্জন করতে চাইছে? সত্য কথা হলো সরকার তারেক আতঙ্কে ভুগছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অধ্যক্ষ সমিতি অায়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা'র দাবিতে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার পর সরকার মনে করেছিল বিএনপি ভেঙ্গে যাবে নেতারা বিএনপি ছেড়ে দেবে । তারেক রহমানের সঠিক দিকনির্দেশনার ফলে তা হয়নি।  পরিস্থিতি মোকাবেলায় বিএনপির কোন প্রকার বেগ পেতে হয়নি বরং বিএনপি অাতিতের তুলনায় বর্তমানে সুসংঘটিত ও শান্তিপূর্ণ। এ কারণে সরকার হতাশ তাকেও দেশে এনে কারারুদ্ধ করতে চায় সরকার। অামি বলি তারেক রহমানের দেশে অাসার দরকার নেই।  ইরানের খামেনী যেমন বিদেশের থেকে বিপ্লব সংঘটিত করেছেন। তারেকও তাই করবেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার পর দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরি হচ্ছে।  গণতন্ত্র অাজ থমকে অাছে, গণতন্ত্র  অাগের মতো অার নেই।সরকার সংবিধানকে তাদের নিজেদের মতো করে  সাজিয়ে নিয়েছেন দাবী করে নোমান বলেন, এসরকারের কাছ থেকে বেগম জিয়াকে মুক্তি হবেনা। মুক্ত করতে হলে সরকারের পতন ছাড়া সম্ভব না।  এদেশে অাইয়ুবের মত সরকারের পতন হয়েছে এসরকারেরও পতন হবে।  পতনের দিনে যারা অাজ কারগারে অাছে তাদের ফুলেরমালা দিয়ে জনগণ বরণ করে নিবে অার যারা সরকারে থেকে মানুষকে নির্যাতন করছে তাদের কারাগারে পাঠাবে এদেশের জনগণ। অাইয়ুব খান যেমন জনগণকে দমাতে পারেনি অাজও শেখ হাসিনা পারেনি অাগামীতেও পারবে না।  দেশে যে ব্যাংকলুট হচ্ছে তা সরকারের ইঙ্গিতেই হচ্ছে।

উপস্থিত শিক্ষক নেতারা বলেন,  অাজ সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবেনা। অামাদের দাবি অান্দোলনের মাধ্যমে অাদায় করে নিতে হবে অাইনী পথে সম্ভব নয়। এদেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সত্তুর ভাগ ভোটপেয়ে ক্ষমতায় অাসবে এটা যেনে শেখ হাসিনা ও অাওয়ামী লীগ সরকার নির্বাচন থেকে বেগম জিয়াকে দূরে রাখতে মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে কারারুদ্ধ  করে রেখেছে।
বক্তারা বলেন, বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে অাসছে অামরা যা চিন্তা করতে পারি না।  জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন তাদের বিরুদ্ধে সরকার পুলিশ লেলিয়ে দিয়েছে সরকার। বিএনপির কর্মীরা অাজ কোথাও নিরাপৎ নয়।
তারা আরো বলেন, বিএনপি ছাড়া বাংলাদেশে অার কোন নির্বাচন হবে না।  বেগম খালেদা দেশবাসীকে ভালোবাসেন।  তাকে ভয় দেখিয়ে লাব হবে না সরকার তা প্রমাণ পেয়েছে।  এখনও শেখ হাসিনার সময় অাছে তুমি বেগম খালেদা জিয়ার সাথে অালোচনা করে তুমিও বাঁচো দেশটাকে বাচঁতে দাও।  বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে নিজেদের রক্ষা করার জন্য শেষ একটা ধাক্কা দিবে বিএনপি সে ধাক্কায় যদি শেখ হাসিনার নাক-মুখ ফেটে যায় তাহলে অামাদের কিছু করার থাকবে না।
  • সর্বশেষ
  • জনপ্রিয়