শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে আবারও সোনার চালান আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে এক দিনের ব্যবধানে ভারতে পাচারের সময় আবারও সোনার চালান আটক করতে সক্ষম হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শুক্রবার সকাল ৬ টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠারতলা নামক স্থানে একটি যাত্রীবাহি বাসের যাত্রী সোনা পাচারকারী শাহীনের (৩২) কাছ থেকে সোনার চালানটি আটক করা হয়। শাহীন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোল্লা মুনছুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র উপ-পরিচালক লুৎফুন কবির জানান, আজ  ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক সোনা পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার একটি চালান নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জেলার দামুড়হুদা উপজেলার কাঠালতলা নামক স্থানে অবস্থান নেয়। চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস নিউ মর্ডান সকাল টার দিকে কাঠালতলায় পৌঁছালে বিজিবি সদস্যরা বাসটি দাঁড় করিয়ে যাত্রী বেশে থাকা সোনা পাচারকারী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোল্লা মুনছুর গ্রামের আমির উদ্দিনের ছেলে শাহীনকে আটক করে। পরে বিজিবি সদস্যরা উপস্থিত লোকজন ও উদ্ধর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে ৭ টি সোনার (বিস্কুট) বার উদ্ধার করতে সক্ষম হয়। সোনার বারগুলোর ওজন ৭০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বুধবার দুপুরে ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা নাস্তিপুর সীমান্তের মাথাভাঙ্গা নদী থেকে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ৩শ২০টি স্বর্ণের বার উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোনার বারগুলোর ওজন ছিল ৩৭ কেজি। বৃহত সোনার এ চালানটি মাথাভাঙ্গা নদীতে ফেলে পাচারকারী ৩ জন ভারতে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়