শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার ষাটের দশকের মৃৎশিল্প গ্যাস সংকটে বন্ধের পথে

জুয়াইরিয়া ফৌজিয়া : ষাটের দশকের স্থাপিত কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্প গ্যাস সংকটের কারণে প্রায় বন্ধের পথে। এছাড়াও সারাবছরই এখানকার তৈরী মাটির পণ্য সরবরাহ হয় দেশ এবং দেশের বাইরে। তবে এখন সেটাও ব্যহত হচ্ছে। পাশাপাশি কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও কোনো সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ মৃৎশিল্পের উদ্যোক্তাদের।

এখানকার তৈরী মাটির তৈজসপত্র, খেলনা ও টেরাকোটার সুনাম দেশ-বিদেশেও রয়েছে অনেক। বৈশাখী মেলায় বিজয়পুরের মাটির পণ্যের চাহিদা থাকে বছরের অন্যাণ্য সময়ের তুলনায় অনেক বেশী।

বৈশাখী মেলার জন্য সারাদেশে এখানকার মাটির পণ্যের চাহিদা থাকলেও গ্যাস সংকটের কারণে এখানে উৎপাদন হচ্ছে না পরিমান মত মৃৎশিল্প। আর চাহিদামত পোড়ামাটির পণ্য উৎপাদন করা না গেলে খুব তাড়াতাড়িই বন্ধ হয়ে যাবে ৪ যুগেরও বেশী পুরোনো ঐতিহ্যবাহী এই শিল্পকেন্দ্রটি।

মৃৎশিল্পীরা বলেন, গত কয়েকবছর যাবত গ্যাস সংকটের কারণে পণ্য পোড়ানো হচ্ছে মাটির চুলায়। ফলে পণ্যের মান যেমন টেকসই হচ্ছে না, তেমনি খরচ বাড়ছে দ্বিগুণ। শুধু জ্বালানি গ্যাস সংকটের কারনে মুখ থুবড়ে আছে দেশের এই ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানটি।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, কুমিল্লার ঐতিহ্য মৃৎশিল্প টিকিয়ে রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।

গত ৩ বছরে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে বার বার জানিয়েও কোন সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ মৃৎশিল্পের উদ্যোক্তাদের।

সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়