শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপস ভিত্তিক খাবার ব্যবসা

সাজিয়া আক্তার: অল্পদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপস ভিত্তিক খাবার ব্যবসা। অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বসেই এখন পাওয়া যাচ্ছে বাড়িতে তৈরি খাবার, এতে আয়ের সুযোগ হয়েছে শিক্ষিত গৃহিনীদের। এরই মধ্যে হুম সেফ প্রতিষ্ঠান সহ বাংলাদেশের বেশ কয়টি প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার পৌঁছে দেয়ার সেবা প্রদান করছে।

অনলাইনে দুপুরের অর্ডার পেয়ে ব্যস্ত শিক্ষিত নারী উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন একনারী অথচ দুই সন্তানের পড়াশুনার নজর দিতে অন্যকিছু করার সময় নেই। এখন অনলাইন ফুড ডেলিভারি ওয়েবসাইট কাজের সুযোগ এনে দিয়েছে।

এক নারী উদ্যোক্তা বলেন, অনেকেই মাস্টার্স করে বসে আছে চাকরি করতে পারছেন না। ছেলেমেয়েদের বা পরিবারকে অনেক সময় দিতে হয়। সেক্ষেত্রে আমি মনে করি ছেলে-মেয়ে বা পরিবারকে সময় দেয়ার পর ও এই কাজটা করা যায়। এই কাজটা করে পবিবারকে আলাদা একটা সহযোগিতা করা যাবে।

এই খাবারের জন্য প্রস্তুত রয়েছেন মফিজুর ইসলাম, ধানমন্ডিতে ইলেকট্রনিকের ব্যবসা করেন, সকালে প্রতিষ্ঠানে আসতে হয় বলে দুপুরের খাবার মহল্লার হোটেল। দীর্ঘদিন বাইড়ের খাবার খেয়ে শরীরে দেখা দিয়েছে নানা সমস্যা। এখন অনলাইনে বাড়ির তৈরি খাবার খেয়ে সুস্থ্য আছেন মফিজুর।

অনলাইনে খাবার ক্রেতা মফিজুর রহমান বলেন, খাবার বাসায় রান্না করে, অনলাইনে অর্ডার দিলে খাবার প্রতিষ্ঠানে এসে দিয়ে যায়। এই খাবার খেয়ে টাকা বেশি দিলেও ভাল, কারণ এটা খুবি স্বাস্থ্য সম্মত।

বাড়ির খাবারের স্বাদ নিতে অনলাইন ফুড ডেলিভারিতে নির্ভর হয়ে পরেছেন আর গৃহিনীদের রয়েছে বার্তি আয়ের সুযোগ থাকায় বাড়ছে ক্রেতার সংখ্যাও।

উদ্যোক্তারা বলছেন, অফিসে বসে যারা বাড়ির খাবারটা মিস করছেন, অথবা যাদের রেস্টুরেন্ট যাওয়ার সময় নেই তাদের জন্য অটা একটা সহজ সমাধান।

মানুষ কী ধরনের খাবার চায় বা কী ধরনের খাবার প্রয়োজন তা একমাত্র ক্রেতারা বলতে পারবে।
উদ্যোক্তারা বলছেন চাহিদা বাড়ায় শীঘ্রই রাজধানীর বাইড়েও এই সেবা দেওয়া হবে।

ঢাকা শহরে রিচফুড, তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ঢাকায় অনেক মহিলারা আছেন যারা বাসায় বসে থাকে সব সময়, তাদের জন্য এটা একটা আয়ের উৎস্য তৈরি এলো অনলাইন খাবার ডেলিভারি ব্যবস্থা।

ক্রেতা বিক্রেতার সঠিক সোর্স না থাকলেও স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং বাড়তি আয়ের সুযোগ থাকায় উদ্যোক্তারা মনে করছেন সেবার মান বাড়াতে প্রতিষ্ঠান গুলোর সমন্বয় প্রয়োজন।

একাত্তর টেলিভিশন থেকে মনিটরিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়