শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : ড. কামাল

রফিক আহমেদ : গণফোরাম সভাপতি ও দেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এতে লাভবান হবে প্রতিক্রিয়াশীল শক্তি। এই ধরণের নির্বাচন হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গণফোরামের স্থায়ী কমিটির বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, সংসদে যাওয়া ও ক্ষমতায় থাকার জন্য লোক দেখানো নির্বাচন দেশের জনগণ দেখতে চায় না। জনগণ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি করতে চায়, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নয়।
তিনি বলেন, দেশে এখন ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণ, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা চলছে তার যথাযথ আইনী ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি চলতেই থাকবে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, আইনের শাসন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে।

গণফোরাম এর স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শান্তিপদ ঘোষ, জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম শফিকউল্লাহ, মোসতাক আহমেদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, রওশন ইয়াজদানী ও নৃপেন ঘোষ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়