শিরোনাম

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৩৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার বাংলাবান্ধা সীমান্তে শুরু হচ্ছে ‘বিটিং রিটট্রিট’

মাছুম বিল্লাহ : ভারত-পাকিস্তান সীমান্তের ওয়াঘার মতো এবার বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবান্ধায় শুরু হচ্ছে ‘বিটিং রিটট্রিট’। শুক্রবার থেকে এই সীমান্তে প্রতিদিন ৩০ মিনিট বিজিবি ও বিএসএফের সদস্যরা সম্প্রতির নির্দশন হিসেবে প্যারেডের পাশাপাশি জাতীয় পতাকা নামাবেন।

বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর ডিরেক্টর শেফিনুল ইসলাম ও জেনারেল কৃষ্ণকুমার শর্মা যৌথভাবে এই ‘বিটিং রিটট্রিট’ সেরিমনি উদ্বোধন করবেন।

প্রতিদিন বেলা তিনটায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এই যৌথ মহড়ায় অংশ নেবে। এ জন্য বিএসএফ জিরো পয়েন্টে অস্থায়ীভাবে গ্যালারিও বানিয়েছে। ভারত-পাকিস্তান সীমান্ত ওয়াঘায় যেভাবে বিটিং রিটট্রিট হয় ঠিক একই ধাঁচে এখানেও তা করা হবে। এ জন্য গত ফেব্রুয়ারি মাস থেকে বিএসএফ ও বিজিবি ফুলবাড়ি-বাংলাবান্ধা জিরো পয়েন্টে যৌথ মহড়া করছে।

বিজিবি ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ৩০ মিনিটের ওই কর্মসূচিটি দেখা যাবে। প্যারেডের পাশাপাশি দু’দেশের সদস্যরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা নামাবেন। দর্শকদের জন্য বিএসএফ জিরো পয়েন্টের কাছে ভরতীয় সীমান্তে অস্থায়ীভাবে লোহার স্ট্রাকচার করে গ্যালারি বানিয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বিজিবি-বিএসএফ যৌথভাবে বিকেল সাড়ে তিনটায় এই রিটট্রিট করছেন। প্যারেডে দু’দেশের ১২ জন করে মোট ২৪ জন সদস্য অংশ নিচ্ছেন। ঋতু পরিবর্তনের সঙ্গে বিটিং রিটট্রিটের সময়টাও পরিবর্তন করা হবে। এখন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দু’দেশের মানুষ বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে যাতায়াত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়