শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনির প্রশংসা করে নিজ দেশেই তোপের মুখে পাকিস্তানি সাংবাদিক

স্পোর্টস ডেস্ক : বুধবার ৩৪ বলে ৭০ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জিতিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর অতিমানবীয় এ ইনিংসের পর ধোনির প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। সেই দলে ছিলেন জাইনাব আব্বাস নামে এক পাকিস্তানি সাংবাদিকও। কিন্তু ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করে অন লাইনে স্বদেশিদের তোপের মুখে পড়েছেন তিনি।
ম্যাচ চলাকালীনই ধোনির প্রশংসা করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন জাইনাব। সেখানে তিনি লিখছেন, ধোনির সামনে নিজেকে বিশ্বের সেরা ফিনিশার হিসেবে স্মরণ করিয়ে দেয়ার সুযোগ এসেছে। কি দারুণ মারলেন!
এরপর ম্যাচ শেষে তিনি আরেকটি টুইট করেন, এবং সে সেটা করে দেখিয়েছে।

স্বদেশি সাংবাদিকের মুখে কিন্তু চিরশত্রু দেশের ক্রিকেটারে প্রশংসা ভালোভাবে নেয়নি পাকিস্তানিরা। জাইনাবের এই পোস্টে প্রতিক্রিয়ায় মোহাম্মদ উসামা নামে একজন লিখেছেন, ‘আপনি তাদের প্রচারণা করছেন, যেখানে তারা আমাদের সাথে খেলতে চায় না। তারা সব কিছুতে আমাদের একঘরে করে রাখতে চায়। আপনি দেখালেন যে, ব্যক্তি-স্বার্থ সবসময়ই দেশের চেয়ে বড়। আপনার লজ্জা হওয়া উচিৎ।’আরেকজন লিখেছেন, ‘এখানে আইপিএলের প্রচার করবেন না।’ এছাড়া সেজাদ মাহমুদ নামে আরেকজন লিখেছেন, ‘আইপিএলে কোন পাকিস্তানি খেলোয়াড় নেই। আপনি এখনো তাদের সমর্থন করছেন!’

বুধবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতেছে ধোনির চেন্নাই সুপার কিংস। রাইডু ৫৩ বলে করেছেন ৮২ রান। ধোনি ৩৪ বলে অপরাজিত ৭০ রান করেছেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন ৩৬ বছর বয়সেও অবিশ্বাস্য ব্যাটিং করে চলা ভারতের সাবেক অধিনায়ক।
সূত্র : টুইটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়