শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় মধ্যগড্ডিমারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিসহ ৭ জনের পদত্যাগ

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি খলিলুর রহমানসহ কমিটি’র ৭ জন সদস্য পদত্যাগ করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ শিপুর সাথে কমিটি’র সদস্যদের বনিবনতা হচ্ছে না উল্লেখ করে তারা পদত্যাগ করেন।

বুধবার হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরিত পদত্যাগ পত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ শিপু বিদ্যালয়ের উন্নয়নসহ সকল ক্ষেত্রে নিজের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহণ করেন। অভিভাবকদের সাথে প্রধান শিক্ষকের কোনো সর্ম্পক নাই। পদত্যাগকারী অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি জাবেদ আলী, সদস্য আফরোজা বেগম, মশিয়ার রহমান, জিল্লুর রহমান, শিউলী বেগম ও আঞ্জুয়ারা বেগম। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি ও গড্ডিমারী ইউ-পি সদস্য খলিলুর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে প্রধান শিক্ষক সুলতান আহেম্মদ শিপু জানান, তিনি সকল নিয়ম নীতি মেনেই বিদ্যালয় পরিচালনা করছেন। কমিটির সাথে তার ও অন্য শিক্ষকদের সু-সর্ম্পক রয়েছে। তারপরও কি কারণে তারা পদত্যাগ করছে তা তার জানা নেই।

হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অফিসের কাজে আমি রংপুরে আছি। শুনেছি, একটি পদত্যাগ পত্র আমার অফিসে দিয়ে গেছেন। অফিসে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়