শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসব না : ম্যাক্রোঁ

আব্দুর রাজ্জাক: ফ্রান্স ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে কোনো অবস্থাতেই বেরিয়ে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনদিনের যুক্তরাষ্ট্র সফরের শেষদিনে বুধবার মার্কিন কংগ্রেসে দেয়া বক্তব্যে একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জেসিপিওএ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন তখন ম্যাক্রোঁ এ ঘোষণা দিলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতায় যদিও ‘সব বিষয়’ অন্তর্ভুক্ত করা হয়নি তারপরও এটি বাতিল করা যাবে না।

ম্যাক্রোঁ বলেন, ‘চীন, রাশিয়া, জার্মান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স মিলেই চুক্তিটিতে সই করেছি। তাই আরো বেশি কার্যকর কোনো বিকল্প না আসা পর্যন্ত আমরা এটি বাতিল করতে পারি না। ঐক্যমতের ভিত্তিতে সই করেছি বলে ফ্রান্স জেসিপিওএ থেকে বেরিয়ে যাবে না।’ একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ইরানকে পরমাণু অস্ত্রও তৈরি করতে দেয়া হবে না।’

উল্লেখ্য, ট্রাম্প ২০১৭ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করার পর ইরানের সঙ্গে তার দেশসহ ছয় পশ্চিমা দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি বাতিল বা যুক্তরাষ্ট্রকে এ বের করে নেয়ার হুমকি দিয়ে আসছেন। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করা হয়েছিল। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়