শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি বেলাল চৌধুরী সমাজমনস্কতার সৃজনশীল চেতনা : সেলিনা হোসেন

আশিক রহমান : সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত, ‘…নীল কুয়াশায় ঢাকা পড়ছে আমার দেহ’ খ্যাত কবি বেলাল চৌধুরীকে সৃজনশীল প্রয়াসকে জাগ্রত করার সমাজমনস্কতার সৃজনশীল চেতনা বলে আখ্যায়িত করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, কবি বেলাল চৌধুরী আমাদের সাহিত্য অঙ্গনের একটি অন্যতম নাম। তিনি তার কবিতার মধ্যদিয়ে সৃজনশীল প্রয়াসকে জাগ্রত করেছিলেন সেই ষাটের দশক থেকে, সেটা বহমান এই একবিংশ শতাব্দিতেও।

আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা মনে করি, কবি বেলাল চৌধুরী যেভাবে কবিতার ধারাকে নির্মাণ করেছিলেন, সেটি ছিল আমাদের সাহিত্যের বড় ধরনের বহুমাত্রিক স্রোতে তিনি একজন বিশিষ্ট কবি। এর বাইরেও তিনি আমাদের জন্য যেভাবে অন্য লেখালেখিতে নিজেকে যুক্ত করেছিলেন, তার সামাজিক কর্মকাণ্ড সহ সব বিষয়ে তিনি সেই মানুষ যাকে সমাজমনস্কতার চিহ্নিত সৃজনশীল চেতনা হিসেবে অভিহিত করা যায়।

প্রখ্যাত এই কথাসাহিত্যিক বলেন, কবি বেলাল চৌধুরী যেভাবে মানুষের মাঝে সৃজনশীলতার ব্যাপ্তি ঘটিয়েছিলেন, সম্প্রীতির জায়গাটা তৈরি করেছিলেন, সবকিছু মিলিয়ে সাহিত্যে তার জায়গাটি আমাদের কাছে একটি অন্যরকম জায়াগা, যে জায়গাটি সবার জন্য খুবই প্রয়োজনীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়