শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধাপরাধ-মাদকে জড়িত ব্যক্তি পাসপোর্ট পাবে না

ডেস্ক রিপোর্ট : বিভিন্ন ধরনের বিধিনিষেধ রেখে নতুন পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট আইন-২০১৮ প্রণয়ন করছে সরকার। এরই মধ্যে আইনটির খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে বলা হয়েছে, একই সঙ্গে এক ব্যক্তি একাধিক পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। ১৯৭২ সালের দালাল আইনে বিংবা ১৯৭২ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইনের আওতায় দ-প্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া হবে না। মানব পাচার, মুদ্রা পাচার, মাদকদ্রব্য বা অস্ত্র পাচার কিংবা অন্য কোনো আইনগত নিষিদ্ধ ব্যবসায় জড়িত ব্যক্তিদের জন্য পাসপোর্ট ইস্যু করা হবে না। সরকার চাইলে জনস্বার্থে সমীচীন মনে হলে বিদেশি নাগরিক বা রাষ্ট্রহীন ব্যক্তিকে এ আইনের অধীনে পাসপোর্ট কিংবা ট্রাভেল ডকুমেন্ট দেওয়া যাবে।

জানা গেছে, আইনটির ওপর জনপ্রশাসন, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়া হয়েছে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি আইনটির খুঁটিনাটি দেখভাল করছে। শিগগিরই অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ৯নং আদেশে জারি করা বিধিবিধানের আলোকে পাসপোর্টের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এখন থেকে পূর্ণাঙ্গ একটি নতুন আইনের অধীনে পাসপোর্ট সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে। নতুন আইন অনুসারে বৈধ পাসপোর্ট কিংবা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কেউ বহির্গমন করতে বা করার চেষ্টা করলে অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তি পাসপোর্ট পাবেন না। পাসপোর্টের জন্য আবেদনকারীর বিরুদ্ধে রাষ্ট্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার যুক্তিযুক্ত প্রমাণ থাকলে পাসপোর্ট পাবেন না। কারও বিরুদ্ধে করা ফৌজদারি মামলায় উপস্থিতি এড়াতে বা অপরাধের বিচার ও দ- এড়াতে বাংলাদেশ ত্যাগ করার জন্য উদ্যোগী হলে তার অনুকূলে পাসপোর্ট ইস্যু করা হবে না। আদালত দেশ ত্যাগ না করার অথবা আবেদনকারী শিশুকে দেশের বাইরে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করলে পাসপোর্ট ইস্যু করা হবে না। সরকার কোনো ব্যক্তির বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না। এছাড়া আবেদনকারী যদি বিদেশে গিয়ে বাংলাদেশের সার্বভৌম, নিরাপত্তা, অখ-তার বিরুদ্ধে কোনো কর্মকা-ে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে এবং সরকার যদি গোয়েন্দা রিপোর্টে বিষয়টি নিশ্চিত হয়, তাহলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না। যদি কোনো বিদেশি রাষ্ট্রে আবেদনকারীর অবস্থানের কারণে সে দেশের বা অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া হবে না। এছাড়া আবেদনকারী যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা সংগঠনের কিংবা আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে পাসপোর্ট দেওয়া হবে না।
খসড়া আইনে বলা হয়েছে, সাধারণত তিন ধরনের পাসপোর্ট ইস্যু করা হবে। সাধারণ পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট এবং কূটনৈতিক পাসপোর্ট। পাসপোর্ট সর্বাবস্থায় বাংলাদেশ সরকারের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। পাসপোর্ট আটকের বা প্রত্যাহারের বিধানাবলিতে বলা হয়েছে, পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্টধারী বা ট্রাভেল ডকুমেন্টধারী ব্যক্তিকে কারণ অবহিত করে অথবা শুনানি করে পাসপোর্ট প্রত্যাহার কিংবা আটক করতে পারবে। বেআইনিভাবে পাসপোর্ট কিংবা ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করলে তা আটক বা প্রত্যাহার করা যাবে। পাসপোর্টে মৌলিক কোনো তথ্য গোপন কিংবা মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে তা প্রত্যাহার করা যাবে। এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির কাছে উল্লিখিত পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট থাকলেও তা একইভাবে প্রত্যাহার কিংবা আটক করা যাবে। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখ-তার স্বার্থে যে কারও পাসপোর্ট আটক কিংবা প্রত্যাহার করা যাবে। কোনো ব্যক্তি পাসপোর্ট নেওয়ার পর গুরুতর অপরাধ বা নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতে পাঁচ বছরের জন্য দ-িত হলে তার পাসপোর্ট আটক বা প্রত্যাহার করা যাবে। উপযুক্ত কোনো আদালত যদি কারও পাসপোর্ট আটক কিংবা প্রত্যাহারের সুপারিশ করেন, তাহলে তার পাসপোর্ট আটক কিংবা প্রত্যাহার করা যাবে। পাসপোর্টের কোনো শর্ত ভঙ্গ করলে অথবা কর্তৃপক্ষের আদেশ মোতাবেক পাসপোর্ট ফেরত দিতে ব্যর্থ কিংবা অস্বীকৃতি জানালে তার পাসপোর্ট আটক কিংবা প্রত্যাহার করা হবে। সরকার কিংবা সরকারের পূর্বানুমোদন নিয়ে পাসপোর্ট কর্তৃপক্ষ ৩০ দিনের জন্য যে কারও পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট আটক বা প্রত্যাহার করতে পারবে। এছাড়া কোনো ফৌজদারি আদালত কোনো অভিযুক্তকে জামিন প্রদানের শর্ত হিসেবে সাময়িকভাবে পাসপোর্ট আটক রাখার বিষয়ে নির্দেশনা দিলে পাসপোর্ট আটক কিংবা প্রত্যাহার করতে পারবে। প্রত্যাহার করা হলে পাসপোর্টধারী ব্যক্তি পার্শ্ববর্তী থানা অথবা পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে পাসপোর্ট জমা দেবেন। পাসপোর্ট কর্তৃপক্ষের যে কোনো আদেশ-নির্দেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। ৩০ দিনের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এ আপিল করতে হবে।
অপরাধ ও দ- : আইনে অপরাধ হিসেবে বিবেচিত কর্মকা-ের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে।
বিচার : খসড়া আইনে বলা হয়েছে, প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ অপরাধের বিচার করা হবে। অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে না পারলে কারণ লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেট আরও সর্বোচ্চ ৬০ কার্যদিবস সময় বাড়াতে পারবেন।
তল্লাশি ও জব্দ : উপপরিদর্শক পদমর্যাদার যে কোনো কর্মকর্তা অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির অথবা দ-নীয় অপরাধ করেছেনÑ এমন ব্যক্তির কাছ থেকে যে কোনো সময় যে কোনো স্থানে তল্লাশি করে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট আটক বা জব্দ করতে পারবেন।
যেসব দেশে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হবে না : বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন বা বহিঃআক্রমণে লিপ্ত দেশ ভ্রমণ করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে বহিঃআক্রমণ করছে এমন অন্য কোনো দেশকে সহায়তা করছে এসব দেশ ভ্রমণ করা যাবে না। তবে শর্তসাপেক্ষে কোনো কোনো ব্যক্তিকে এমন দেশেও ভ্রমণের অনুমতি দেওয়া যাবে। সূত্র : আলোকিত বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়