শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩২ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাভোর তিন বলে ৩ উইকেট, হ্যাটট্রিক নয়

ডেস্ক রিপোর্ট : হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত পারেননি ডুয়াইন ব্রাভো। সেটা নিজের ভুলে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ইনিংসের শেষ ওভারের তিন বলে ৩ উইকেট নেন ব্রাভো। তবে তৃতীয় বলটি ওয়াইড হওয়ায় হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় চেন্নাই সুপার কিংসের এ পেস বোলারের।

২০তম ওভারের প্রথম বলে ব্রাভোর গতির মুখে পড়ে একের পর এক মাঠ ছাড়েন কলিন গ্রান্ডহোম, পাওয়ান নিগি ও উমেশ যাদব।
বুধবার ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিক ব্যাঙ্গালুরুকে আগে ব্যাটিংয়ে পাঠান চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

নিজেদের ঘরের মাঠে আগে ব্যাট করে এবি ডি ভিলিয়ার্স (৬৮) এবং কুইন্টন ডি ককের (৫৩) জোড়া ফিফটিতে ব্যাঙ্গালুরুর সংগ্রহ ৮ উইকেটে ২০৫ রান।

জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রানে ওপেনার শেন ওয়াটসনের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে চেন্নাই।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ ৫.১ ওভারে ৫০ রান।

আইপিএলের ২৪তম ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন স্বদেশি দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক।

দলীয় ৩৫ রানে ওপেনার বিরাট কোহলির বিদায়ের পর ভিলিয়ার্স-ডি ককের দ্বিতীয় উইকেটের জুটিতে খেলায় ফেরে ব্যাঙ্গালুরু। এই জুটিতে ১০৩ রান তোলেন তারা।

তাদের এই জুটির বিচ্ছেদ ঘটান ডুয়াইন ব্রাভো। বোলার ব্রাভোর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৪ ছয় এবং ১ চারের সাহায্যে ৫৭ রান করেন দক্ষিণ আফ্রিকান এ ওপেনার।

মাত্র ৪ রানের ব্যবধানে ফেরেন ব্যাঙ্গালুরুর ব্যাটিং দানব ভিলিয়ার্স ও কোরি আন্ডারসন। ইমরান তাহিরের লেগ স্পিন খেলতে গিয়ে বিলিংসের হাতে ক্যাচ তুলে দেন ভিলিয়ার্স। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৮ ছক্কা এবং ২ বাউন্ডারিতে ৬৮ রান করেন এবি ডি।

মাত্র ২ রানে ফেরেন অলরাউন্ডার আন্ডারসন। ৪ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ব্যাঙ্গালুরু।
শেষ দিকে একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন মন্দ্রীপ সিং। ইনিংস শেষ হওয়া ৭ বল আগে শারদুল ঠাকুরের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে ৩৩ রান করেন মন্দীপ।

শেষ ওভারে স্কোর মোটাতাজা করা তো দূরে থাক, ডুয়াইন ব্রাভোর গতির মুখে পড়ে একের পর এক মাঠ ছাড়েন কলিন গ্রান্ডহোম, পাওয়ান নিগি ও উমেশ যাদব।

ঘরের মাঠে ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে উদ্বোধনীতে খেলতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। স্কোর বোর্ডে ৩৫ রান যোগ করতেই বিপদে পড়ে যান ভারতীয় এই অধিনায়ক। শারদুল ঠাকুরের বলে রবিন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে ১৫ বলে ১৮ রান করেন কোহলি।

আগের ৫ ম্যাচে দুটিতে জয় পায় বিরাট কোহলির দল। আর সেই দুই জয় আসে ব্যাঙ্গালুরুর নিজেদের ঘরের মাঠে। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়