শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষককে নিয়ে আইসিসি’র রি-টুইট ও ক্ষমাপ্রার্থনা

স্পাের্টস ডেস্ক : ভারতে এখন তোলপাড় চলছে আধ্যাত্মিক নেতা আসারাম বাপুর ধর্ষণ মামলা নিয়ে। ২০১৩ সালে যোধপুরে নিজ আশ্রমে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিপক্ষে। বুধবার তার সাজা ঘোষিত হয়েছে। কিন্তু তার আগে আসারামের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রি-টুইট করে তোপের মুখে পড়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। পরবর্তীতে ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যান্য ভারতীয় আধ্যাত্মিক গুরুদের মতো আসারামেরও প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ ছিল। এদের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী মোদি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি, লালকৃষ্ণ আদভানী, কংগ্রেসের দিগ্বিজয় সিং, কমলনাথ, মোতিলাল ভোরাও ছিলেন এই তালিকায়। তবে ২০০৮ সালে আসারামের আশ্রমে দুই নাবালক হত্যা ঘটনার পর সব রাজনৈতিক নেতারাই ধীরে ধীরে দূরে সরে যান তার থেকে।

প্রতীক সিনহা নামে একজন ব্যবহারকারী 'নরেন্দ্র মোদি ও আসারামের কিছু সুন্দর অতীত স্মৃতি' লিখে তাদের দুইজনের একটি পুরোনো ভিডিও পোস্ট করেন। আইসিসি 'নারায়ন, নারায়ন' লিখে ভিডিওটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে রি-টুইট করে। যদিও এটি পরবর্তীতে মুছে ফেলেছিল সংস্থাটি। কিন্তু ততক্ষণে এর স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। ফলে তোপের মুখে পড়ে আইসিসি।

ICC

@ICC
ICC is dismayed at a non-cricket related tweet appearing on its Twitter feed earlier today. We would like to extend our sincere apologies to anyone who was offended during the short space of time it was up. We have launched an investigation into how this happened.

4:56 PM - Apr 25, 2018
2,125
727 people are talking about this
Twitter Ads info and privacy
এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য টুইট করে ক্ষমাপ্রার্থনা করে আইসিসি, 'ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত নয় এমন টুইট এর টুইটার ফিডে আসার কারণে আইসিসি শঙ্কিত। খুব অল্প সময়ের জন্য এটি আপ করা হয়েছিল। যে কেউ এতে আহত হয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখিত। কি হয়েছিল তা জানার জন্য অনুসন্ধান চলছে।'

সূত্র : টুইটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়