শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০১:২৯ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের মহাৎসব

নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী পুকুরে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা। এতে হুমকির মুখে পড়ছে পুকুরে তীরবর্তী গুচ্ছা গ্রাম, সুকানদিঘী বাজার ও পাশেই গাঁ ঘেঁষে যাওয়া রেললাইনটির।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজার এলাকার পাশেই সুকানদিঘী পুকুরে শ্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। ওই এলাকার সাইফুল ইসলাম (ঘোড়া) বিদেশী, বালু ব্যবসায়ী আমিনুর রহমান ড্রাইভার ও বারাজান এসসি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজারুল ইসলাম পলাশ মেশিন বসিয়ে বালু তুলছে।

ওই এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে যেকোন মূর্হুতে সংঘর্ষের আশংকা রয়েছ। এদিকে বালু উত্তোলন অব্যাহত থাকলে পুকুরে তীরবর্তী প্রায় শতাধিক বাড়ীঘর, বাজার ও পাশের রেললাইনটি যেকোন মুহুর্তে পুকুরের গর্ভে বিলীন হওয়ার আশংকার কথাই জানিয়েছেন ওই এলাকার ভুক্তভোগীরা। প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্থরা তাদের বিরুদ্ধে কোন কথাও বলতে সাহস পাচ্ছেনা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়