শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জব্বারের বলী খেলাকে ‘বিশ্ব ঐতিহ্য’ ঘোষণার দাবি জানালেন চট্টলার মেয়র

ডেস্ক রিপাের্ট : চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারে বলী খেলাকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার খেলা চলাকালে সাংবাদিকদের মাধ্যমে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেসকো) কাছে এ দাবি করেন সিটি মেয়র।

বুধবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় বলী খেলার উদ্বোধন করেন সিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. মাসুদুল হাসান। ৪টা ৩৫ মিনিটে সাধারণ ধাপের বলীদের লড়াইয়ের মধ্য দিয়ে চট্টগ্রামের লালদিঘি মাঠে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারে বলী খেলার ১০৯তম আসর শুরু হয়। তিনটি বাউটে সারাদেশ থেকে আসা ১৫ থেকে ৬০ বছর বয়সী ১০২ জন বলী অংশ নিচ্ছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি খেলার স্পন্সর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র। আরও উপস্থিত ছিলেন জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, ভারতবর্ষের স্বাধীন নবাব টিপু সুলতানের শাসন অবসানের পর ভারতীয় উপমহাদেশে বৃটিশ শাসনামল শুরু হয়। বাঙালি সংস্কৃতি বিকাশ ও বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব তৈরি করতে এগিয়ে আসেন বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর।

বাংলা বর্ষের ১২ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ, ১৯০৯ সালে আব্দুল জব্বার সওদাগর বলী খেলার আয়োজন করেন। পরে এ প্রতিযোগিতা ‘জব্বারের বলী খেলা’ নামে পরিচিতি লাভ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়