শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:২৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএলে মজিদের ডাবল সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক: বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান আব্দুল মজিদ। কিন্তু ১৫৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন তিনি। আর বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে খেলতে নেমে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন আব্দুল মজিদ। ২০৫ রান করে আউট হন ২৭ বছর বয়সি এ ব্যাটসম্যান।

এখনও পর্যন্ত তিনজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন বিসিএলের এবারের আসরে । পূর্বাঞ্চলের ব্যাটসম্যান মুমিনুল হক করেছিলেন প্রথম ডাবল সেঞ্চুরিটি । বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ২৫৮ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ডাবল সেঞ্চুরি করেন পূর্বাঞ্চলের আরেক ব্যাটসম্যান জাকির হাসান। খুলনায় মধ্যাঞ্চলের বিপক্ষে ২১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের দুটি বা এর বেশি ডাবল সেঞ্চুরি আছে মজিদ ছাড়া ১০ জনের- মোসাদ্দেক হোসেন, তুষার ইমরান, অলক কাপালি, মার্শাল আইয়ুব, নাজিমউদ্দিন, রকিবুল হাসান, তাইবুর রহমান, রনি তালুকদার, শাহরিয়ার নাফীস ও এনামুল হক বিজয়। এর মধ্যে মোসাদ্দেক, তুষার ও কাপালির ডাবল তিনটি করে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয় মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যকার ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ৫৪৬ রান সংগ্রহ করে অলআউট হয় তারা। দলের পক্ষে আব্দুল মজিদ ছাড়াও সেঞ্চুরি করেন সাদমান ইসলাম। ১১২ রান করেন তিনি। ৭১ রান করেন শুভাগত হোম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়