শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম কোন যুদ্ধাপরাধী বিচারের মুখোমুখি হচ্ছে

এস এম নূর মোহাম্মদ : এতদিন মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার হলেও এবার প্রথমবারের মতো কোন যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন অাফরোজ বলেন, এনএসঅাইয়ের সাবেক মহাপরিচালক মো . ওয়াহিদুল হকের বিরুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধাপরাধের অভিযোগ অানা হবে। এর অাগে কোন অাসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অানা হয়নি।

তিনি বলেন, ওয়াহিদুল পাকিস্তান সেনাবাহিনীতে থেকে পাকিস্তানের হয়ে কাজ করেছেন। ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টের কাছে সাঁওতাল সম্প্রদায়ের ৫০০-৬০০ নিরীহ লোককে গুলি করে মেরে ফেলার অভিযোগ রয়েছে ওয়াহিদুলের বিরুদ্ধে। এছাড়া মারার পর লাশ বেয়নেট দিয়ে খুচিয়ে বিকৃত করেন এই ওয়াহিদুল। এমনকি পেট্রোল ঢেলে লাশ পোড়ানোর অভিযোগও রয়েছে এই অাসামির বিরুদ্ধে।

তুরিন অাফরোজ অারও বলেন, ওয়াহিদুল হক তদন্তে বাধা সৃষ্টি করছিলেন। যার কারনে তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে।

এর অাগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের অাবেদনের প্রেক্ষিতে পরোয়ানা জারির পর বারিধারার বাসা থেকে ওয়াহিদুলকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অাদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়