শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জের হাওরে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে বিপাকে কৃষকরা

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং আবহাওয়া অনুকূল থাকায় এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তবে শেষ মুহূর্তে কয়েকটি হাওরে ব্লাস্ট রোগ দেখা দেয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এ অবস্থায় কৃষকদের আতঙ্কিত না হয়ে নির্দেশনা অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন, কৃষি কর্মকর্তারা।

গেলো বছরের বন্যার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে এবার জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করেছেন হাওরাঞ্চলের চাষিরা। আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছিলেন তারা। তবে শেষ মুহূর্তে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার অন্তত ৫টি হাওরে। এ অবস্থায় দিশেহারা চাষিরা।

স্থানীয় চাষীরা বলেন, 'গত বছর আমাদের হাওর তলিয়ে গেছে। এবার আমরা ঋণ করে চাষ করেছি। কিন্তু এখন আবার নতুন রোগের দেখা দিয়েছে।

এদিকে ব্লাস্ট রোগে আক্রান্ত জমি পরিদর্শন করেছেন কৃষি কর্মকর্তারা। এ সময় আক্রান্ত জমিতে স্প্রে করাসহ কীটনাশক ব্যবহারের পরামর্শ দেন তারা। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বলেন, 'মেঘলা আবহাওয়া, দিনে গরম এবং রাতে ঠান্ডার কারণে এই রোগের দেখা দিয়েছে।'

তবে এ ব্যাপারে কৃষকদের আতঙ্কিত না হবার পরামর্শ দিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা বলেন, 'কিছু দিন আগেও ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছিলো। সেটা আমরা ১০০ ভাগ দমন করতে সক্ষম হয়েছি। এবারও তেমন ক্ষতি হবে না বলে আমি মনে করি।'

চলতি মৌসুমে সুনামগঞ্জে ২ লাখ ২২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার হেক্টর জমির ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়