শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সফরের পুরোটাই তারেক রহমানময় : গোলাম মোর্তোজা

জান্নাতুল ফেরদৌসী: সফরের পুরোটাই তারেক রহমানময়, অথচ আরো অনেক কিছু ছিল। যার  কোনো  কিছু আলোচনায় নেই। আশা করা যায় সংবাদ সম্মেলনের প্রশ্ন-উত্তরও তারেক রহমানময়ই হবে। কথা গুলো ফেসবুকে লিখেছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তোজা।

তার ফেসবুকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘সফরের পুরোটাই তারেক রহমানময়, অথচ আরও অনেক কিছু ছিল। যার কোনো কিছু আলোচনায় নেই। আশা করা যায় সংবাদ সম্মেলনের প্রশ্ন-উত্তরও তারেক রহমানময়ই হবে। অর্জনটা কী হলো, তারেক রহমানের গুরুত্ব প্রমাণ করা ছাড়া?

হ্যাঁ, জানা গেল রাজনৈতিক আশ্রয়ের তথ্য। তা জানার তো আরও অনেক উপায় ছিল। রাজনৈতিক আশ্রয় চাওয়া- পাওয়া, হোম অফিসের মাধ্যমে পাসপোর্ট দুতাবাসে আসার সঙ্গে নাগরিকত্ব ত্যাগের কোনো সম্পর্ক নেই, প্রতিষ্ঠিত সত্য আড়াল করে-অপরিপক্কতা প্রমাণের প্রতিযোগিতা চলছেই। গলা পর্যন্ত কাদায় ডুবেও যেন কাদা গায়ে লাগছে না। বোকা বোকা কথা বলা অব্যাহত আছে ’

গোলাম মোর্তোজার এই  পোস্টের পর সেখানে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন।

Asma Ahmad লিখেছেন, খুব একটা সত্যকাহন । এটা কি প্রধানমন্ত্রীর কমনওয়েলথ সম্মেলনে যোগদান ছিল, না মিশন পাসপোর্ট ইস্যু ছিল? অত্যন্ত পরিতাপের সাথে আজ দেখলাম প্রধানমন্ত্রী কোথায় যেন বলেছেন, ‘‘ব্রিটেন কেমন দেশ, প্রধানমন্ত্রী হিসাবে আমার কথা না শুনে তারেকের কথা শুনে"। কিছুদিন আগে শেখ হাসিনা বলেছিলেন " কানাডায় এখন থেকে আমাদের দেশের সব চোর ডাকাত দের পাঠিয়ে দেবো, কেননা যুদ্ধ অপরাধী নুর চৌধুরী কে তারা ফেরত দিচ্ছেনা" - এমন বচন আর কত ?

Mir Monaz Haque লিখেছেন,  বাংলাদেশের প্রধানমন্ত্রী ৫৩ জন সরকার প্রধানদের সাথে একত্র হয়েছিলেন কমনওয়েলথ দেশগুলির সর্বমোট ২.৫ বিলিয়োন মানুষদের পক্ষে কথাবলার জন্যে। কিন্তু তিনি তো বেশিরভাগ সময় ব্যয় করলেন তারেক রহমান কে নিয়ে কথা বলতেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়