শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি বেলাল চৌধুরী মৃত্যুতে সিপিবি ও জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ভারত বিচিত্রার সাবেক সম্পাদক খ্যাতনামা কবি বেলাল চৌধুরী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে এ শোক প্রকাশ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও সিপিবির চন্দনা সিদ্ধান্ত এ কথা জানান।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম অপর এক যুক্ত বিবৃতিতে ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, কবি বেলাল চৌধুরী এদেশের আধুনিক কবিতার একজন অন্যতম কবি। কবি ছাড়াও তিনি একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক ছিলেন। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালে একুশে পদক পান। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গভীর শোক প্রকাশ করছে।

জানা গেছে, জাতীয় প্রেসক্লাব স্থায়ী সদস্য ও ভারত বিচিত্রার সাবেক সম্পাদক খ্যাতনামা কবি বেলাল চৌধুরী আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর আনোয়ার খান মর্ডাণ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---------রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক পল্লীবার্তা দিয়ে সাংবাদিকতা শুরু করেন এবং আমৃত্যু সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল ও মৌলিক বিষয় নিয়ে লেখালেখিতে ব্যস্ত ছিলেন। সাহিত্যে অবদানের জন্য একুশে পদক, বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার, কবিতালাপ সাহিত্য পুরস্কার, নীহাররঞ্জন স্বর্ণপদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কারসহ নানা সম্মাননা অর্জন করেছেন মুক্ত চিন্তার এই বরেণ্য সাহিত্যিক। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ ২৫ এপ্রিল বুধবার সকাল ১১টায় কবি বেলাল চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি ফেনীর সরিষাদীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়